শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
উৎসব

প্রবারণা পূর্ণিমায় নানা আয়োজন

নিউজজি প্রতিবেদক ২০ অক্টোবর , ২০২১, ২১:৫২:৫৩

577
  • প্রবারণা পূর্ণিমায় নানা আয়োজন

ঢাকা: নানা আয়োজনে উদযাপিত হলো বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বুধবার (২০শে অক্টোবর) সকাল থেকে বৌদ্ধ বিহারগুলোতে পূজা, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ ও প্রদীপ পূজা অনুষ্ঠিত হয়। প্রার্থনা করা হয় করোনা অতিমারি থেকে মুক্তির জন্য। আগামীকাল থেকে বিহারগুলোতে অনুষ্ঠিত হবে কঠিন চীবরদান উৎসব।

বৌদ্ধ ধর্মানুসারীদের দ্বিতীয় প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। এটি ‘আশ্বিনী পূর্ণিমা’ নামেও পরিচিত। বৌদ্ধ ধর্মমতে এই তিথিতে ধর্ম প্রচারের অনুসারীদের নির্দেশ দেন গৌতম বুদ্ধ।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে পঞ্চশীল মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা ও প্রদীপ পূজা করা হয়। আত্মশুদ্ধি অর্জন ও করোনা অতিমারি থেকে মুক্তির জন্য প্রার্থনা করেন ভক্তরা।

আষাঢ়ী পূর্ণিমা থেকে তিনমাস ব্রত পালন শেষ করেন ভিক্ষুরা। সন্ধ্যায় বৌদ্ধ বিহারগুলোতে করা হয় প্রার্থনা। একইসাথে ফানুস উড়িয়ে পালন করা হয় প্রবারণা উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হবে মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন