সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

ফিচার
  >
উৎসব

লাইলাতুল বরাতে ঘরেই ইবাদত করুন: জ্যোতিষরাজ লিটন দেওয়ান

নিউজজি ডেস্ক ৯ এপ্রিল , ২০২০, ১৮:২২:৪৯

815
  • লাইলাতুল বরাতে ঘরেই ইবাদত করুন: জ্যোতিষরাজ লিটন দেওয়ান

ঢাকা : সৌভাগ্যের রজনী লাইলাতুল বরাত। করোনা মহামারির কারণে শবে বরাতের আজকের পবিত্র এই দিনের ইবাদত ঘরেই করার আহ্বান জানিয়েছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী।

জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশতী বলেন, ‘আজ শবে বরাত। মুসলিম সম্প্রদায়ের কাছে আজকের রাতটি ‘লাইলাতুল বরাত’ হিসেবেও অতি পরিচিত। সারাবিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, ওয়াজ ও মিলাদ মাহফিলসহ এবাদত-বন্দেগির মধ্য দিয়ে আজকের রাত অতিবাহিত করবেন। কিন্তু মহামারি করোনা ভাইরাসের জন্য আমাদের আজকের ইবাদতটি বাসায় বসেই করা প্রয়োজন। আর আজকের এই মহিমান্বিত রজনীতে সারাবিশ্বের এমন বিপর্যয়, মহামারি এবং করোনা মুক্তির জন্য মোনাজাত করতে হবে। এই মহামারি করোনা থেকে যেন দ্রুত মুক্তি পাই আমরা মানবজাতি।

তিনি আরো বলেন, আল্লাহ মহান সবাইকে ক্ষমা করে বিপদ-আপদ, রোগ-শোক থেকে পরিত্রাণ করবেন। দূর করবেন অশুভ শক্তি। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাতটি বিশ্ব মুসলিম উম্মাহ পালিত সৌভাগ্যের রজনী হিসেবে। সন্ধ্যার কবরস্থানেও না গিয়ে বাসা থেকে দোয়া করুন। চিরনিদ্রায় শায়িত আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করুন। তবে এবার সারাদেশে সৃষ্ট করোনা ভাইরাস পরিস্থিতির জন্য জনসমাগম এড়ানোয় ভালো। একই সঙ্গে মসজিদে যাওয়ার পরিবর্তে ঘরে থেকেই ইবাদত করুন।

লিটন দেওয়ান বলেন, আল্লাহ চাইলে শিগগিরই করোনার প্রতিকার খুঁজে পাবো আমরা। দেশও করোনা থেকে মুক্ত পাবে তবে মুক্তি পাবে। সবাইকে আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতে হবে। শুধু শবে বরাতেই আল্লাহ ইবাদত করতে হবে সব সময়। আল্লাহর উপর ভরসাও থাকতে হবে, নামাজ পরতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজের ওযু করার মাধ্যমেও পরিচ্ছন্ন হওয়া যায়, তাই যারা নামাজ পরেন তারা অনেকটাই করোনা থেকে মুক্ত।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন