বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ , ২০ শাবান ১৪৪৬

ফিচার
  >
উৎসব

চারুকলায় ভূতের উৎসব

নিউজজি প্রতিবেদক ১৭ ফেব্রুয়ারি , ২০১৯, ১৩:৫৮:৪৮

3K
  • ছবি: রাকিব হাসান

বিকেল গড়িয়ে সন্ধ্যা। চারদিকে ঘোর অন্ধকার। এরই মধ্যে হঠাৎ করেই জ্বলে উঠল মশালের আলো। সঙ্গে সঙ্গে মঞ্চের পেছনে শুরু হলো একদল ভূতের হৈহৈ রৈরৈ আওয়াজ। বর্ণিল ভূতরে সাজে একে একে নানা ভঙ্গিতে বেরিয়ে এলো তারা।

এর মধ্যে বেরিয়ে আসে সেফুদার মাতাল ভূত, ৩৫ হাজার টকার ভূত এবং আরো অনেক দেশি বিদেশী ভূত।  এভাবেই গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদ্‌যাপিত হলো ভূত উৎসব।

এই ভূত উৎসবে অংশ নেয় স্যার এ এফ রহমান হলের শাহনেওয়াজ ভবনে চারুকলা অনুষদের ছাত্রছাত্রীরা। আনন্দ ও প্রতিবাদের ভাষা হিসেবে এই উৎসব উদযাপন করা হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, সন্ধ্যার পরই ভূত নামবে শাহনেওয়াজ ভবনের মাঠে। আনন্দ-ফুর্তির পাশাপাশি সমাজের চলমান ঘটনাও তুলে ধরা হবে। 

এটা অনেক মজার একটি উৎসব। এখানে ভূত সেজে ফ্যাশন শো করা হয়। কয়েক বছর রাজনৈতিক কারণে ভূত উৎসব বন্ধ ছিল। ২০০৬ সাল থেকে আবারও উৎসব শুরু হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন