শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
উৎসব

মেলার বর্ণিল রূপ ও ঐতিহ্য

রাকিব হাসান ২৯ জানুয়ারি , ২০১৯, ১৪:১৫:০৯

9K
  • ছবি: রাকিব হাসান

কালিগাঞ্জের শীতলক্ষা নদীর তীরের মাঘ মাসের মেলা অন্যসব আয়োজন থেকে একটু পৃথক। এ সময়ের মেলার বর্ণিল রূপ ও ঐতিহ্য ইতোমধ্যেই আলাদা সত্তা ও অবস্থান তৈরি করে নিয়েছে কালিগঞ্জবাসীর কাছে। শীতলক্ষার পাড়ের হিন্দুদের কিত্তনকে কেন্দ্র করে প্রতি বছরই মাঘ মাসে এ- মেলা আয়োজন করা হয়। 

মাঘ মাসের ঐহ্যবাহী এই মেলা আশির শেষে, নব্বইয়ের গোড়ায় বছর পঁচিশের ব্যবধানে কেমন যেন পাল্টে গেছে। মেলা থেকে ক্রমশ নির্বাসিত হচ্ছে বাঁশ ও বেতের সামগ্রী, মৃিশল্প, লৌহ ও কাঁসা শিল্প, পুতুলনাচ, সার্কাস, নাগরদোলা, লাঠিখেলা। সংকুচিত হচ্ছে মেলার পরিসর। যোগ হচ্ছে প্লাস্টিকের পন্য। এরপরও বাংলার জনপদে তারিখ-তিথি মেনে ঐতিহ্য-পরম্পরায় মেলা আসে। আর বাঙালির লোকায়ত জীবনে মেলা মানেই উৎসব ও নানা আচার-বিশ্বাস-সংস্কার।

কালিগাঞ্জের মাঘ মাসের মেলার কিছু আলোকচিত্র-

মাটি আর কাঠের খেলনার পরশা সাজিয়ে বসে আছে দোকানীরা। একসময় মেলার ব্যস্ত পসরা এখন অনেক ফাঁকা।

প্লাস্টিকের খেলনা মেলার নতুন আকর্ষণ।

শিশুদের আকর্ষণ প্লাস্টিকের খেলনা।

মেলার প্রতীক কাঠের গাড়ি এক সময়ের শিশুদের পছন্দের খেলনা।

মেলায় খেলনার দোকান।

মেলার ব্যস্ত প্রশাধনীর পসরা।

ব্যস্ত মেলার উড়ন্ত বেলুন।

মেলার ঐতিহ্য নাগরদোলা।

মেলার টয়-ট্রেন।

মেলার খাবারের দোকান।

মেলার মিষ্টান্ন তিল-কদমার দোকান।

তৈরি হচ্ছে লোভনীয় মিষ্টান্ন জিলাপির দোকান।

মেলায় ব্যস্ত লোভনীয় মিষ্টান্ন জিলাপির দোকান।

গ্রামীণ মেলার অন্যরকম আকর্ষণ রকমারি আচার।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন