বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

ফিচার
  >
ফেসবুক কর্ণার

‘বাঙালি চেনে না, এমন কেউ সাহিত্যে নোবেল পায় কী করে?’

নিউজজি ডেস্ক ১০ অক্টোবর , ২০২২, ১৩:১৭:২০

129
  • আনোয়ার হোসাইন মঞ্জু

বাঙালি চেনে না, এমন কেউ সাহিত্যে নোবেল পায় কী করে? সাহিত্যে এবার যিনি নোবেল পুরস্কার পেলেন, ফরাসি সাহিত্যিক অ্যানি এরনো, অধিকাংশ বাংলাদেশি সাহিত্যিক ও সাহিত্যবোদ্ধা তাঁর সাহিত্যকর্ম পাঠ করা তো দূরের কথা, তাঁর নামটিও শোনেননি। এটা দোষণীয় কিছু নয়।

কিন্তু তাঁর নোবেল জয়ের খবরে ফেসবুকের সাহিত্যিকরা তো বটেই, বাংলার সাহিত্যাকাশের অনেক উজ্জ্বল তারকা পর্যন্ত এমনভাবে লিখেছেন যে তারা মনে করেন, “বাঙালি চেনে না, জানে না, এমন একজন সাহিত্যে নোবেল পুরস্কার পায় কী করে!” এমন ভাবনা দোষণীয়!

আমরা অনেক কিছুই জানি না। আমরা জানি না বলে সূর্য ওঠা বন্ধ থাকে না। দুনিয়াতে যা ঘটার তা ঘটে চলে।- আনোয়ার হোসাইন মঞ্জু র ফেসবুক পেজ থেকে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন