শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

‘ছিন্নমূল নায়ক-নায়িকা’

কামরুল হাসান দর্পণ ১১ সেপ্টেম্বর , ২০২২, ১৫:১১:৪৫

582
  • ছবি: ইন্টারনেট থেকে

বিগত কয়েক বছর ধরে শোবিজে বিশেষ করে চলচ্চিত্রে ‘ছিন্নমূল’ নায়ক-নায়িকার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে বলে প্রতীয়মান হচ্ছে। একটা-দুইটা সিনেমা করে তাদের কারো কারো মনে এমন ভাব জন্মাচ্ছে যে, যেন ধরাকে সরাজ্ঞান করে ফেলেছে। অথচ লক্ষ্য করলে দেখা যায়, তাদের শেকড় বা মূল বলে কিছু নেই। তারা অনেকটা কচুরিপানার মতো।

কচুরিপানা যেমন নদীতে ভাসতে ভাসতে মনে করে, সে পুরো পৃথিবী ভ্রমণ করে ফেলেছে, অথচ এটা ভাবে না তার শেখড় নেই, সে ছিন্নমূল, তাকে ভাসতে ভাসতেই হারিয়ে যেতে হবে, কিংবা গোখাদ্যে পরিণত হয়ে জীবনাবসান হবে, তেমনি শেকড়বিহীন নায়ক-নায়িকারাও ভাবে না, যদি শেকড় গাড়ার মতো কাজ করতে না পারে, তবে তাদেরও কচুরিপানার মতো ছিন্নমূল হয়েই হারিয়ে যেতে হবে।

তারা এটা খেয়াল করে না, যেসব নায়ক-নায়িকা প্রতিষ্ঠিত হয়েছেন, তারা আগে শেকড় গাড়ার কাজে মনোযোগী হয়েছেন। ‘ক্যারিয়ার’ নামক চাড়াটি রোপন করে তার শেকড় যাতে বিস্তৃত হয়ে দৃঢ় বৃক্ষে পরিণত হয়, এজন্য দিনের পর দিন যত্ন নিয়েছেন। এ কাজ করেই নিজের অবস্থান পোক্ত করেছেন এবং মানুষের কাছে দৃষ্টি নন্দন হয়ে ভাল লাগা, ভালোবাসা পেয়েছেন। 

পরিতাপের বিষয়, এ সময়ে এমন অনেক নায়ক-নায়িকা দেখা যায়, যারা একটি সিনেমা করেই মনে করতে থাকে, বটবৃক্ষে পরিণত হয়েছে। এমনকি, যেসব নায়ক-নায়িকা বটবৃক্ষ হয়ে রয়েছেন, তাদেরও সম্মান বা গোনায় ধরতে চায় না। কিংবা তারা কিভাবে শেকড় গেড়ে বটবৃক্ষে পরিণত হয়েছেন, তা পাত্তা দিতে চায় না। মনে করে, নিজেরাই বটবৃক্ষ হয়ে এসেছে।

তাদের অন্যকোনো বটবৃক্ষের ইতিহাস জানার দরকার নেই। এই যে অজ্ঞতা, এটাই তাদের কচুরিপানার মতো ‘ছিন্নমূল’ করে ফেলে। অথচ তারা যদি বটবৃক্ষসম নায়ক-নায়িকার সংস্পর্শে যেত, তাহলে বুঝতে পারত, তাদের শেকড় কত গভীরে! 

বলা বাহুল্য, লোহা চুম্বক না হলেও চুম্বকের সংস্পর্শে আবেশিত হয়ে কিছুটা হলেও চৌম্বকত্ব লাভ করে। নতুনরাও যদি বটবৃক্ষ স্বরূপ নায়ক-নায়িকার কাছে যেত, তাহলে তারা যেমন আবেশিত হতো, তেমনি নিজের শেকড় গাড়ার কাজটিও অনেকদূর এগিয়ে যেত।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন