বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

যার গান কোটি শ্রোতাকে বেঁধে রেখেছে এক ফ্রেমে!

শাকিল আহমেদ শুভ ১১ সেপ্টেম্বর , ২০২২, ১৪:২৪:৪৮

634
  • যার গান কোটি শ্রোতাকে বেঁধে রেখেছে এক ফ্রেমে!

রুমানা মোর্শেদ কনকচাঁপা (কনকচাঁপা নামেই পরিচিত) বাংলাদেশের একজন প্রথিতযশা ও জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার গান কোটি শ্রোতাকে বেঁধে রেখেছে এক ফ্রেমে। কনকচাঁপা ১১ সেপ্টেম্বর, ১৯৬৯ সালে ঢাকায় জন্ম গ্রহণ করলেও তার পৈতৃক নিবাস সিরাজগঞ্জের কাজিপুরে। তবে কনকচাঁপা বেড়ে উঠেছেন ঢাকায়। তার বাবা আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে কনকচাঁপা তৃতীয়।

চলচ্চিত্র, আধুনিক গান, নজরুল সঙ্গীত, লোকগীতি সহ প্রায় সব ধরনের গানে তিনি সমান পারদর্শী। গানের পাশাপাশি তিনি একজন চিত্রশিল্পীও বটে, সময় পেলেই রং তুলির আঁচড়ে ফুটিয়ে তোলেন চিত্রকর্ম। তার আঁকাআঁকির চ্যাপ্টারটাও বেশ সমৃদ্ধ। লেখক হিসেবেও কনকচাঁপার সুখ্যাতি রয়েছে।

২০১০ সালের অমর একুশে বইমেলায় ‘স্থবির যাযাবর’, ২০১২ সালে ‘মুখোমুখি যোদ্ধা’ ও ২০১৬ সালের বইমেলায় ‘মেঘের ডানায় চড়ে’ নামে তিনটি বই প্রকাশিত হয়েছে। বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিয়মিত কলামও লেখেন তিনি। ২০২০ সালে জীবনী মূলক বই ‘কাটা ঘুড়ি’ প্রকাশিত হয়েছে।

অসংখ্য শ্রোতাপ্রিয় গান দিয়ে গোটা দেশকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে তিন দশকের বেশি সময় ধরে। নারী শ্রেষ্ঠ প্লেব্যাক কণ্ঠশিল্পী হিসেবে রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিনের পরে তিনিই তিনবার জাতীয় চলচ্চিত পুরস্কার লাভ করেন। তার ঝুলিতে রয়েছে বিভিন্ন পুরষ্কার ও সম্মাননা।

এর মধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (৩ বার), বাচসাস চলচ্চিত্র পুরস্কার, দর্শক ফোরাম পুরস্কার ১৯৯৮ এবং ১৯৯৯, প্রযোজক সমিতি পুরস্কার ১৯৯৫, অনন্যা শীর্ষ দশ, প্রথম আলো-মেরিল পাঠক জরিপ (৪ বার), এছাড়া আরো অসংখ্য সম্মান ও পুরস্কারে ভূষিত হন। আজ গুণী এই সঙ্গীতশিল্পীর জন্মদিন। শুভ জন্মদিন আপা। নিরন্তর শুভকামনা, শ্রদ্ধা ও ভালবাসা।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন