বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

তারুণ্য বিধ্বংসী অ্যাপগুলো অতিসত্বর বন্ধ করা হোক : প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদ ২৭ জুন , ২০২২, ১৯:৫৩:২২

519
  • তারুণ্য বিধ্বংসী অ্যাপগুলো অতিসত্বর বন্ধ করা হোক

টিকটক লাইকি তারুণ্য বিধ্বংসী অ্যাপগুলো অতিসত্বর বন্ধ করা হোক। আমরা উপলব্ধি করতে পারছি না এই সমস্ত অ্যাপের অবিবেচনাপ্রসূত ব্যাবহার কীভাবে প্রজন্মকে একটু একটু করে মেধাশূন্য করে ফেলছে। মান বা বক্তব্য নয় যেখানে মূখ্য হলো প্রচার অ্যাপকেন্দ্রিক এই নৈতিক অবক্ষয়ের পরিণতি নিকট ভবিষ্যতে হবে ভয়াবহ ...

অনাসৃষ্টি উদ্ভট নাচ গান আর নাট-বল্টু প্রজন্মের মদদদাতা, পৃষ্ঠপোষক আমরাই, আর আমাদের শীর্ষস্থানীয় চ্যানেলগুলো যারা ‘আপনি প্রথম, আপনিতো ভাইরাল’ বলে টিকটকারদের পেছনে পেছনে মাইক্রোফোন, ক্যামেরা নিয়ে নির্লজ্জের মতো দৌড়াচ্ছি। এ অসম্ভবের আবাসস্থল! এখানে সব সম্ভব! 

বাচ্চারা এখন ছবি আঁকা শেখে না, শেখে না গান, পিয়ানো শেখে না কিন্তু টিকটক, লাইকিতে কী করতে হয় জানে। দয়া করে দেশে এসব অ্যাপ আইন করে নিষিদ্ধ করার বিষয়ে সবাই সোচ্চার হন, এ বিষয়ে লেখেন, একমত হন, দয়া করে ...

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন