শনিবার, ১৫ মার্চ ২০২৫, ৩১ ফাল্গুন ১৪৩১ , ১৫ রমজান ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

আমাদের শোবিজ কি সভ্যতা হারাচ্ছে?

কামরুল ইসলাম দর্পণ ১৪ জুন , ২০২২, ১৬:১৪:৩০

736
  • ওমর সানী ও মৌসুমী। ছবি: ইন্টারনেট

এখন শোবিজের কোন ঘটনা সত্য, কোনটা অসত্য বোঝা মুশকিল হয়ে পড়েছে। কোন ঘটনায় খুশি হয়ে তালি দেয়া যায়, কোনটায় রাগ-ক্ষোভ, তিরস্কার করা যায়, তাও বোঝা যাচ্ছে না। এমন হয়ে দাঁড়িয়েছে, আসল ঘটনাও বিশ্বাস করা যাচ্ছে না। আবার বানোয়াট ঘটনাও বিশ্বাসযোগ্য হয়ে উঠছে। 

ঘটন-অঘটনের পাত্র-পাত্রীরা সকালে এক কথা, দুপুরে এক কথা, বিকেলে এক কথা, সূর্য ডুবার পর এক কথা আর ঘুমোতে যাওয়ার আগে আরেক কথা বলে ঘুমাতে যায়। কেউ কি বলতে পারবে, সাম্প্রতিক সময়ে শোবিজের এমন কোনো ইতিবাচক ঘটনা ঘটেছে, যেটা দেশজুড়ে আলোচিত হয়েছে, প্রশংসিত হয়েছে? আমার জানা নাই। 

তবে তথাকথিত ট্রেন্ডের নামে শোবিজ যে নেতিবাচক ও নিষিদ্ধ বিষয়ের দিকে ধাবিত, তা পরিস্কার বোঝা যাচ্ছে। ইতরামি, ফাজলামি, গালাগালি আর অশালীন বিষয় দিয়ে কনটেন্ট উপস্থাপন করে কিংবা ব্যক্তিগত ঘটনা, যার সত্যাসত্য বোঝা যায় না, তা দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণের  প্রবণতা তীব্র হয়ে উঠেছে। অনেকটা আদিম যুগে ফিরিয়ে নেয়ার নিরন্তর প্রক্রিয়া চালানো হচ্ছে।

যে অসভ্যতা থেকে মানুষ সভ্য হয়ে উঠেছে তাকে আবার অসভ্যতার দিকে ফিরিয়ে নেয়ার চেষ্টা চলছে। আমাদের হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতিকে একটি শ্রেণি যেভাবে বিশ্ব দরবারে উপস্থাপন করছে, তাতে আমাদের সম্পর্কে বিশ্বে কি ধারণা জন্মাচ্ছে? 

এই ধারণা কি জন্মাচ্ছে না, বাংলাদেশের সংস্কৃতি ও মানুষ এখনো সভ্যতার আলো দেখেনি। অ্যামাজনের গহীন জঙ্গলে যেখানে এখনও সভ্যতার আলো পৌঁছেনি, সেখানে বসবাসকারীদের মতোই রয়ে গেছি! থিঙ্ক পিপল, থিঙ্ক। বি সিভিলাইজড।

লেখক: জ্যেষ্ঠ সাংবাদিক

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন