সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

‘ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি’

নিউজজি প্রতিবেদক ২৮ মে , ২০২২, ১৫:১০:০৪

622
  • ছবি: ফেসবুক

শুরুতে জানতাম না আমার ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে। প্রথমদিকে আমার অভিনীত চলচ্চিত্রগুলোও খুব বেশি সাফল্য পায়নি, তারপরও হাল ছাড়িনি। ভুল থেকে শিক্ষা নিয়েছি, ব্যর্থতাকে সাফল্যের মতো প্রাধান্য দিয়েছি।

আমি সবসময় কঠোর পরিশ্রম, কাজের প্রতি আন্তরিকতা ও সততায় বিশ্বাসী। হয়ত এ কারণেই আজ এই অবস্থানে পৌঁছেছি। আমি আনন্দিত এই ভেবে যে, আমার কাজের মাধ্যমে মানুষকে বিনোদিত করতে পেরেছি এবং তাদের খুশি করতে পেরেছি।

নিজের কাজ ও দীর্ঘ ক্যারিয়ার প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে শনিবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে এভাবেই লেখেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান।

তিনি আরও লেখেন, অভিনয় জীবনে আজ পর্যন্ত যেসব পরিচালক, প্রযোজক, সহশিল্পী এবং ক্যামেরার পেছনে থাকা কলাকুশলীর সঙ্গে কাজ করেছি সবাইকে ধন্যবাদ। আমার ২৩ বছরের ক্যারিয়ারে তাদের অবদান অসামান্য! বিশেষভাবে আমি আমার দর্শকদের কাছে কৃতজ্ঞ; যারা আমার সকল শক্তি ও অনুপ্রেরণার উৎস, তারা আমাকে এতোগুলো বছর ভালবাসা এবং সম্মান দিয়ে যাচ্ছে। আমার পরিবারের কাছেও কৃতজ্ঞ, তাদের চিরস্থায়ী সমর্থনের জন্য। সবার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা।

গত ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত শাহীন সুমন পরিচালিত ‘বিদ্রোহী’ ও এস এ হক অলিক পরিচালিত ‘গলুই’ সিনেমা মুক্তি পায়। দুটি সিনেমারই দর্শক সাড়া ছিল চোখে পড়ার মতো। আসন্ন ঈদেও এই অভিনেতার ‘লিডার: আমিই বাংলাদেশ’ নামের সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

গত বছরের ১২ নভেম্বর ঢালিউডের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন শাকিব খান। সেই অনুষ্ঠানে কিং খানকে বিশেষভাবে সম্মানিত করা হয়। অনুষ্ঠানটি শেষ হলেও পরে আর দেশে ফেরেননি শাকিব খান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব চেয়ে আবেদন করেছেন। সেটি পেতে তাকে আপাতত ওই দেশেই থাকতে হচ্ছে। এছাড়া সেখানে ‘রাজকুমার’ নামের নতুন একটি সিনেমার জন্য বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন শাকিব।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন