সোমবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ৫ ফাল্গুন ১৪৩১ , ১৮ শাবান ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

সারোগেসি সন্তান নিয়ে তসলিমার মন্তব্যে নেটদুনিয়ায় হইচই

নিউজজি ডেস্ক ২৩ জানুয়ারি , ২০২২, ১২:১০:৩৫

744
  • সারোগেসি সন্তান নিয়ে তসলিমার মন্তব্যে নেটদুনিয়ায় হইচই

ঢাকা : সবসময় নানা বিষয়ে মন্তব্য করে আলোচনা সমালোচানায় থাকেন ভারতে নির্বাসিত বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা। তসলিমা যেন মুদ্রার এপিঠ ওপিঠ। তার লেখা বই ছাড়াও প্রায়শই তসলিমার করা বিভিন্ন মন্তব্য কিংবা সোশ্যাল মিডিয়ায় করা পোস্ট থেকে জন্ম নেয় বিতর্ক। শনিবার রাতে সারোগেসির মাধ্যমে সন্তানের মা হওয়ার খবর জানান বলিউড ও হলিউডের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা-নিকের সন্তান নেয়ার খবর গণমাধ্যমগুলোতে ছাপা হয়েছে। এবার তসলিমার সারোগেসি নিয়ে মন্তব্য করে বসলেন।

শুক্রবার সন্তানের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়াঙ্কা। জানিয়েছিলেন, সারোগেসির মাধ্যমে মা-বাবা হয়েছেন তারা। এখনই এই নিয়ে এর চেয়ে বেশি আর কিছু বলতে চাননি তিনি এবং নিক। বরং সকলের কাছে অনুরোধও করেছেন, এ বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে। এরপরেই সারোগেসিকে কেন্দ্র করে তসলিমার একের পর এক টুইট ইন্ধন জুগিয়েছে বিতর্কে।

প্রিয়াঙ্কা চোপড়ার নাম না তুলে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্ন রেখেছেন তসলিমা ‘সেইসব মায়েদের কেমন লাগে যখন তারা তাদের এই ‘রেডিমেড’ সন্তান নিজেদের কোলে পান? আচ্ছা, যেসব মায়েরা তাদের সন্তানকে গর্ভে ধারণ করে জন্ম দেন, তাদের মনোভাব সেই সন্তানের প্রতি যেমন থাকে, সেই একইরকম মনোভাব কি সারোগেসির মাধ্যমে হওয়া মায়েদের ক্ষেত্রেও থাকে?’ তসলিমার এই টুইটটি প্রকাশ্যে আসামাত্রই নেটদুনিয়ায় শুরু হয়েছে হইচই।

নেটিজেনদের বড় অংশ অবশ্য একহাত নিয়েছেন এই বাংলাদেশি বিতর্কিত লেখিকার উদ্দেশে। অনেকেই লেখিকার মন্তব্যের নিন্দা করে বলেছেন, অনেক মানুষেরই শারীরিক সমস্যা থাকার দরুণ, তারা সারোগেসি প্রক্রিয়ার মাধ্যমে সন্তানসুখ নেন। এতে অন্যায়ের কিছু নেই।

অবশ্য চুপ করে থাকার মানুষ নন তসলিমা। এখেত্রেও ঠিক তাই হয়েছে। ফের টুইট করে তার দাবি, এই ‘সারোগেসি’ ব্যাপারটি সম্ভব, কারণ সমাজে গরিব মানুষ রয়েছেন। আর অর্থবান মানুষ সবসময় শুধুমাত্র নিজেদের সুযোগ সুবিধা কায়েম রাখার জন্য সমাজে গরিবদের অস্তিত্ব যেন বজায় থাকে, সেই চেষ্টাই করে এসেছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন