শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

ধুমধাম মানেই ক্ষণস্থায়ী : নোমান রবিন

নোমান রবিন ২ ডিসেম্বর , ২০২১, ১৪:৫৩:২৬

721
  • ধুমধাম মানেই ক্ষণস্থায়ী : নোমান রবিন

মিডিয়া পাড়ায় বেশ ধুম পড়েছে সিনেমা, ওয়েব সিরিজ নির্মাণের। আমরা জানি ধুমধাম মানেই ক্ষণস্থায়ী। যথারীতি কিছু দিন পরই এই লগ্নিকারকদের সিংহভাগ হতাশায় নিমজ্জিত হবেন। তাহাদের স্বপন ভঙ্গ হইবে। মনে তাহাদের অশান্তি ভর করিবে। নিজ গুণে টাকা খুইয়ে ব্যবসায়ী মহলে গিয়া বদনাম করিবেন।

ধুর মিডিয়া, সিনেমার লোক খারাপ। আমিও এর বাহিরে নই। আচ্ছা? সূরা মুখস্থ থাকলেই কি ঈমাম হওয়া যায়? বিশেষ প্রয়োজনে ২-৪ জনকে নিয়ে নামাজ আদায় করা যায় ঠিকই। অনেক মানুষের নামাজ আদায়ের জন্য চাই প্রফেশনাল ঈমাম ও মোয়াজ্জেম। 

বিনোদন সাংবাদিক ভাই ও সংশ্লিষ্ট সংগঠনদের বলি, নায়ক-নায়িকাদের খবর পরিবেশনের পাশাপাশি প্রফেশনাল প্রযোজক, নির্বাহী প্রযোজক, প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ডিজাইন কাহাকে বলে, কেন এদের ছাড়া ভাল প্রোডাকশন নির্মাণ সম্ভব নয়। টাকা সঠিকভাবে কাজে লাগানো, টাকা তুলে আনা সম্ভব নয়।

সাসটেইনেবল ইন্ডাস্ট্রির জন্য এদের গুরুত্ব কতটুকু। কেন আমাদের স্বার্থে আবার এই পদগুলো সৃষ্টি করা দরকার। অথবা যারা আছেন তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা দরকার। তবে কারা দেবে ট্রেনিং, কারা গ্রহণ করবে ট্রেনিং? এদের শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা কি হওয়া উচিত? ইত্যাদি।

লেখক: চলচ্চিত্র নির্মাতা

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন