শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

ফিচার
  >
ফেসবুক কর্ণার

ওসি রাকিব যাবে বহুদূর

কাজী ওয়াজেদ আলী ১ সেপ্টেম্বর , ২০২১, ১৭:৩৮:০৬

6K
  • ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৩ সনে কাফরুল থানায় কর্মকালে বিমান বাহিনীর দেওয়াল-সংলগ্ন আগারগাঁও-এর রাস্তায় প্রায়শই ছিনতাই হতো। বিসিএস কম্পিউটার সিটি থেকে ল্যাপটপ কিনে বের হয়ে আসা লোকজনের ল্যাপটপ মটর সাইকেল থেকে টান দিয়ে ছিনতাই, রাতের বেলা হঠাৎ পাশের দেওয়ালের ভিতর থেকে লাফ দিয়ে পড়ে ওই রাস্তা দিয়ে চলাচলরত পথচারীদের কুপিয়ে টাকাপয়সা ছিনতাইসহ হরেক রকমের ছিনতাইয়ে অতিষ্ঠ হয়ে গেলাম। ছিনতাইকারীর কোপে রক্তাক্ত মানুষজনের আহাজারি আর কান্নায় নিজের চোখও ভিজতে লাগল।

টগবগে যুবক, পেশিবহুল, অত্যন্ত সাহসী, চৌকষ ছেলেটি (ছবিতে) তখন আমার সাথে কাজ করে। খুব কাছে নিয়ে বললাম, মানুষের চোখের পানি দেখতে আর তো মন চায় না। শুনেছি আপনার দাদি নাকি ছোটবেলা থেকেই আপনার বাহুদ্বয়ের প্রসংশা করতেন। তো এবার একটু বাহুদ্বয়ের কেরামতি দেখিয়ে দিন।

ছেলেটি আমাকে কথা দিয়ে তার বাহুর কারিশমা দেখাতে বেশি সময় নেয়নি৷ দুদিনের মাথায় রাত সাড়ে দশটার হঠাৎ ফোন! স্যার, আমাকে আগারগাঁও-এ ছিনতাইকারী অ্যাটাক করেছে। কথাটা শুনে ইচ্ছে করেই ওর ফোনটা কেটে দিলাম। ভাবলাম ওর নার্ভের পরীক্ষা নিই। ২০ সেকেন্ড পরে আবারও কল। ৫ সেকেন্ড শোনার পর এবারও কেটে দিলাম।

মনে মনে বলছি পারলে তোমার বাহুদ্বয়ের কারিশমা দেখাও। এবার ওয়্যারলেসে বার্তা! রেসপন্স না করে আর উপায় কি! দেখলাম একজন ছিনতাইকারী রক্তাক্ত অবস্থায় দাপাচ্ছে। ছিনতাইকারীরা ওদের টিমকে মক্কেল মনে করে অন্ধকার থেকে চাপাতি নিয়ে ওদের কোপাতে গিয়েই...!!! একজন জায়গায় শেষ, আরেকজন ছিনতাইকারী গুলি খেয়ে সত্য গোপন করে ঢাকা মেডিক্যালে ভর্তি হয়। পরে সেও গ্রেপ্তার হয়।

ছেলেটি সেদিন সত্যিই অনেক সাহসী ভূমিকা পালন করেছিল। ওর সাহসীকতার কারণে ওই এলাকায় আমরা কাজ করাকালীন আর ছিনতাই হয়নি। আমি তখনই মনে মনে ভেবেছিলাম আমার অতি পছন্দের এই ছেলেটি যাবে বহুদূর। সেটি প্রমাণ করার জন্য ছেলেটি ওখানেই থেমে থাকেনি। দিনে দিনে আরো পরিণত হয়েছে ওর বাহুর বল। তাই আল্লাহপাকের রহমতে আজও বাহুবল থানার ওসি হিসেবে পদায়ন হয়েছে।

আশা করি, ওর শক্ত বাহুদ্বয় দিয়ে বাহুবলবাসীর সেবা করবে, ন্যায়ের পথে থাকবে, অন্যায়ের কাছে নত হবে না ওর বলিষ্ঠ বাহুদ্বয়। প্রিয় রাকিবের জন্য শুভ কামনা আর দোয়া রইল।

লেখক: ওসি, ডিবি গুলশান জোন

নিউজজি/জেডকে

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন