শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১ , ১২ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

মনোহরদীর হাতিরদিয়া বাজারের রাস্তার বেহাল দশা

নিউজজি প্রতিবেদক ২৭ আগস্ট , ২০২১, ২১:৩৬:৪৮

3K
  • মনোহরদীর হাতিরদিয়া বাজারের রাস্তার বেহাল দশা

মনোহরদী (নরসিংদী): নরসিংদী জেলার মনোহরদী উপজেলার একটি গুরুত্বপূর্ণ এলাকা একদুয়ারিয়া ইউনিয়ন। ভাষা আন্দোলন, ৬৯- এর গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধে হাতিরদিয়া স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর  ভুমিকা ছিল অবিস্মরণীয়। 

গণঅভ্যুত্থানে  হাতিরদিয়া বাজারে বয়ে গিয়েছিল রক্তগঙ্গা। বিভিন্ন দিক বিবেচনায় হাতিরদিয়া বাজার নরসিংদী জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। অথচ এই বাজার সংশ্লিষ্ট পাতরদিয়া তিন রাস্তার মোড় হতে হাতিরদিয়া বাজার হয়ে ঢাকা-মনোহরদী মূল সড়ক পর্যন্ত রাস্তার বেহাল দশার কারণে  চরম ভোগান্তিতে পড়েছে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা। 

প্রায় দুই বছর ধরে রাস্তাটি যানবাহন ও পথচারীদের চলাচলে অনুপযোগী হওয়ায় অতিরিক্ত ঝামেলা পোহাতে হচ্ছে। তার উপর বৃষ্টিতে পুরো সড়কের যাচ্ছে-তাই অবস্থা। শুধু গাড়ি চালক নয়, পথচারীদের জন্যও দুর্বোধ্য হয়ে ওঠছে এ রাস্তা। 

মনোহরদী, শিবপুর, কাপাসিয়া উপজেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন  হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়াত করে। অনেক মানুষের জীবিকা নির্ভর করে এ রাস্তার ওপর। কিন্তু রাস্তার এ বেহাল দশায় হাতিরদিয়া বাজারে মানুষজন আসা-যাওয়া ছেড়ে দেওয়ার উপক্রম হয়েছে। রাস্তাটির এক জায়গায় কালভার্ট ভেঙে পড়েছে। বাজারজুড়ে অসংখ্য হাটু পরিমান গর্ত আর বর্জযুক্ত পানি মানুষের চলাচল বাধাগ্রস্থ করছে। রিক্সা, ভ্যান, অটোরিকশা, মালবাহী ট্রাক, পিকাপ এখন বাজারের রাস্তায় না গিয়ে বিকল্প রাস্তা ব্যবহার করছে। ফলে বিকল্প রাস্তাটির ওপর চাপ বেড়ে যাওয়ায় এই রাস্তাটিও ভেঙে গিয়ে যানযট সৃষ্টি করছে।

অটোচালক  হারুন মিয়া ও আবদুল মতলিব  বলেন, এ রাস্তায় গাড়ি লইয়া নামলে বাড়ি ফিরতে পারমু কিনা তার গ্যারান্টি নাই। যেকোনো সময় রাস্তায় পইরা মরতে পারি । জানি না ঠিক কতদিন আমাদের মতো মানুষদের এ ভোগান্তি সহ্য করতে হবে।

সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রী কলেজ মাঠ। মাঠের চারিদিকে বড় রাস্তা ও বাজারের বিভিন্ন স্থাপনা কিছুটা উচু।  তাই সামান্য বৃষ্টি হলেই পানি সব গড়িয়ে কলেজ মাঠে জমে হাটুপানিতে পরিণত হয়। দীর্ঘদিন জমে থাকা পানিতে কখনো কখনো  হাঁস ভেসে বেড়ায়, বাচ্চারা জলকেলিতে মেতে ওঠে। চাঁদনী রাতে মনে হয় মাঠে একটি বিরাট পুকুর খনন করা হয়েছে। বছরের পর বছর এই অবস্থায় হাতিরদিয়া কলেজ এভাবেই চলছে।

মনোহরদী উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধির কাছে এলাকাবাসীর আকুল আবেদন, খুব দ্রুত হাতিরদিয়া বাজার রাস্তা ও কলেজ মাঠের বেহাল দশা থেকে জনগনকে মুক্তি দিন। হাতিরদিয়া বাজার থেকে প্রতিবছর আহরিত লাখ লাখ টাকা রাজস্ব এই বাজারের উন্নয়ন কাজে ব্যয়ের জোর দাবি জনগণের।

নিউজজি/ওএফবি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন