বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১ , ৬ রবিউস সানি ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

অসহায় রাস্টন গাজীকে নতুন অটোরিকশা উপহার দিলেন উপমন্ত্রী শামীম

নিউজজি ডেস্ক ৯ জুলাই , ২০২১, ২৩:৪৩:১৩

619
  • ছবি: বাসস থেকে

ঢাকা: ফেসবুকে স্ট্যাটাসের পর শরীয়তপুরের অসহায় রাস্টন গাজীকে নতুন একটি অটোরিকশা উপহার দিলেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।

জানাগেছে, রাস্টন মিয়া গাজী শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পশ্চিম ঢালী গ্রামের বাসিন্দা। ছয় সদস্যের পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ছিলো তার একটি ব্যাটারিচালিত ইজিবাইক (অটোবাইক)। ঋণের টাকায় কেনা সেই ইজিবাইকটি (অটোবাইক) মঙ্গলবার রাতে চুরি হয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। বিষয়টি জানিয়ে অসহায় রাস্টন মিয়ার ছেলে আবজাল গাজী  ফেসবুকে আবেগঘন একটা স্ট্যাটাস  দেন বুধবার ।  ফেসবুকে রাস্টন মিয়ার  ছেলে আবজাল গাজী  লেখেন, ‘আমার বাবা, অটোরিকশা (ইজিবাইক) চালিয়েই আমাদের সংসারের ঘানি  টেনে যাচ্ছিলেন। কিন্তু  সেই সম্বলটাও নিজেদের বাড়ির সামনে  থেকে কারা  যেন চুরি  করে নিয়ে  গেছে। এভাবেই জরাজীর্ণ জীবন। আর এই অটোরিকশাটাও ঋণের টাকায়  কেনা ছিলো। কিছু দিন আগে নতুন ব্যাটারিটাও ধারের টাকায়  কেনা। এখন পথে নামা ছাড়া আর  কোনো উপায় নাই। বশির মাস্টার কাকার বাড়ির পাশে  রেখে প্রতিদিনের ন্যায় আজও বাবা বাসায় যান; কিন্তু ফিরে এসে দেখেন অটোবাইকটি নাই। কী করবো, দিশেহারা। একটা গাড়ি একটা স্বপ্ন। গাড়ির চাকাটা  থেমে  গেছে। এবার মনে হয় স্বপ্নটাও  থেমে যাবে!’। এই স্ট্যাটাস  দেখে শরীয়তপুর-২ আসনের এমপি, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম আবজালের  সাথে কথা বলেন।  শুক্রবার বিকেলে  ভেদরগঞ্জ বাজার  থেকে রাস্টন মিয়ার পছন্দমতো ১লাখ ৭০ হাজার টাকা মূল্যের নতুন অটোবাইক কিনে দেন পানি সম্পদ উপমন্ত্রী। তার  পক্ষে শরীয়তপুর  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চরভাগা ইউপি  চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার অটোবাইক ও চাবি বুঝিয়ে  দেন রাস্টন মিয়াকে। এছাড়াও পরিবারের দুর্দশার কথা শুনে রাস্টন মিয়ার সন্তানদের  লেখাপড়ার দায়িত্বও  নেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

রাস্টন মিয়া বলেন, ‘উপমন্ত্রী এনামুল হক শামীম সাহেবের মঙ্গল কামনা করে আল্লাহ’র দরবারে দোয়া করছি। আমি ও আমার পরিবারের সবাই তার কাছে চিরকৃতজ্ঞ। 

অটোরিক্সা বাবার হাতে পৌছানোর পর জগন্নাথ বিশ্বিবদ্যালয়ে পড়–য়া ছেলে আবার  ফেইসবুকে স্ট্যাটাস দেন।‘ধন্যবাদ এ  কে এম এনামুল হক শামীম ভাই, মাননীয় পানিসম্পদ উপমন্ত্রী, এমপি শরীয়তপুর-২। আমার বাবার অটোরিকসা (ইজিবাইক) চুরি হয়ে যাওয়ায় আমি আমার  ফেসবুকে একটা চুরির ঘটনা নিয়ে হৃদয় বিদারক  পোস্ট  দেই। আমি ও আমার পরিবারের সবাই  ভেঙে পড়ি। এই ঘটনা মাননীয় উপমন্ত্রী মহোদয়ের নজরে এলে তিনি নিজে  থেকে আমাকে  ফোন  দেন। আমাদের পাশে থাকার প্রশ্রিুতি  দেন। গাড়ির ব্যবস্থা করে দিবেন বলে আশ্বস্ত করেন। বিস্তারিত ঘটনা জানেন। তিনি সখিপুর থানার ওসিকে বলে পুলিশের একজন উপ-পরিদর্শক তাৎক্ষণিকভাবে আমাদের বাসায় পাঠান। গাড়ি উদ্ধারে বিস্তারিত  তথ্য লিপিবদ্ধ করে নিয়ে যান ওই পুলিশ কর্মকর্তা।

এব্যাপারে বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার বলেন, ‘জননেতা একেএম এনামুল হক শামীম মাটি ও মানুষের জন্য রাজনীতি করেন। তিনি  ফেসবুকে স্ট্যাটাস  দেখে অসহায় ব্যক্তিকে নতুন অটোবাইক কিনে দিলেন। পাশাপাশি অটো চুরির ঘটনা উদঘাটন ও  দোষীদের খুঁেজ  বের করার জন্য সখিপুর থানা পুলিশকে নির্দেশনা দিয়েছেন। বাসস।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন