সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ , ১০ রবিউস সানি ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

কৃতিত্বটা সবার পরে আমার: সাগর জাহান

নিউজজি প্রতিবেদক ২৮ মে , ২০২১, ১৩:৪৮:৪৪

3K
  • কৃতিত্বটা সবার পরে আমার: সাগর জাহান

দেশের টিভি নাটকের পরীক্ষিত ও সফল নির্মাতা সাগর জাহান। তার নাটক মানেই হাসি-আনন্দের সঙ্গে সামাজিক ও পারিবারিক প্রেক্ষাপট। শত শত নাটকের ভীড়ে কোথাও গিয়ে সাগর জাহানের নাটক হয়ে যায় একটুখানি ভিন্ন। সেই ভিন্নতাই তাকে বছরের পর বছর ধরে সাফল্যের খাতায় রেখেছে।

এবার তো সাগর জাহান ছাড়িয়ে গেলেন সবাইকে। দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন দর্শক দেখেছে তার নির্মিত নাটক ‘শেষটা অন্যরকম ছিলো’।

২৭ মে, বিকালে জি সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পায় নাটকটি। এরপর মাত্র ১১ ঘণ্টা লেগেছিল নাটকটি মিলিয়ন ক্লাবে নাম লেখাতে। এ প্রতিবেদন লেখার আগ পর্যন্ত নাটকটির দর্শকসংখ্যা ১৪ লাখের বেশি।

অসামান্য এই সাফল্যে প্রশংসায় ভাসছেন নির্মাতা সাগর জাহান। তবে এই কৃতিত্ব একা নিতে রাজি নন তিনি। তার মতে, ‘শেষটা অন্যরকম ছিলো’ নাটকের প্রত্যেকটি সদস্য এই সাফল্যের ভাগিদার।

সাগর জাহান তার ফেসবুকে লিখেছেন, ভিউ নিয়ে আমি কোনোদিন স্ট্যাটাস দেব, সেটা চিন্তাও করিনি কখনও। গতকাল রাত এগারোটার পর থেকেই ফোন আর টেক্সট আসছিল ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটা মনে হয় রেকর্ড হতে পারে। ভিউ নিয়ে যেহেতু আমার মাথা ব্যাথা নেই, তাই তেমন উৎসাহও পাচ্ছিলাম না। বারোটার পর বুঝতে শুরু করলাম, আর সবাই বলছিল ইতিহাস নাকি হয়ে যেতে পারে। মানে সবচেয়ে কম সময়ে এক মিলিয়ন এবং সেই ফোন শেষে চলেই আসছে।

সবাই বলছিল- ভাই আপনি ইতিহাস করছেন; এগারো ঘন্টায় এক মিলিয়ন। পৃথিবীতে কেউ অন্তত নাটকে বলতে পারবে না- সে একা ইতিহাস বা রেকর্ড করেছে। নাটক হয় সবাইকে নিয়ে। তাই ইতিহাস আর রেকর্ডটাও সবারই।

আমি কারো নাম দিয়ে নাটকের স্ট্যাটাস দেই না বললেই চলে। কারণ লিখলে প্রতিটা সদস্যের নামই লিখতে ইচ্ছে হয়। তাই ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকের সাথে জড়িত প্রতিটি মানুষকে আমার শুভেচ্ছা। কৃতিত্বটা সবার পরে আমার। কারণ সবার প্রচেষ্টায় একটা ভালো নাটক হয়।

দর্শকদের ধন্যবাদ জানিয়ে সাগর জাহান লিখেছেন, ধন্যবাদ যারা ভালবাসা নিয়ে ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকটি ইউটিউবে দেখেছেন। গতরাতে যারা আমাকে ফোন ও টেক্সট করে উৎসাহ দিয়েছেন তাদেরকেও অনেক ভালবাসা। আর যে কথাটা আমি সব সময় বলে আসতেছি, আমি শুধু নাটকটাই বানাতে পারি কোনোরকম, আর কিছু পারিনা। তাই মৃত্যুর আগ পর্যন্ত মানুষের জন্য লিখে আর পরিচালনা করে যাবো ইনশাহআল্লাহ।

উল্লেখ্য, ‘শেষটা অন্যরকম ছিল’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন মোশাররফ করিম ও তানজিন তিশা। এর গল্প রচনা করেছেন কাজী শহীদুল ইসলাম। নাটকটিতে আরও আছেন শিল্পী সরকার অপু ও মাসুদ হারুন প্রমুখ। 

নাটকের লিংক:

 

নিউজজি/কেআই

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন