শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১ , ৫ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

আমাকে মিথ্যা বলে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে: তসলিমা নাসরিন

নিউজজি ডেস্ক ২০ জানুয়ারি , ২০২৩, ১১:৩৩:৪৯

554
  • আমাকে মিথ্যা বলে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে: তসলিমা নাসরিন

ঢাকা: মিথ্যা বলে পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভারতে বসবাসরত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ অভিযোগ করেছেন।

পোস্টে তিনি বলেন, ধিক্কার দিচ্ছি নিজেকে। ধিক্কার দিচ্ছি এতকালের আমার মেডিকেল জ্ঞানকে। আমাকে হাসপাতালে মিথ্যে কথা বলা হয়েছিল যে আমার হিপ বোন ভেঙেছে। আমার জীবনে কোনো জয়েন্ট পেইন ছিল না, জয়েন্ট ডিজিজ ছিল না। আমাকে মিথ্যে কথা বলে, ফিমার ফ্র্যাকচারের ট্রিট্মেন্টের নামে আমার হিপ জয়েন্ট কেটে, ফিমার কেটে ফেলে দিয়ে আমাকে সারাজীবনের জন্য পঙ্গু বানিয়ে দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ধিক্কার দিচ্ছি আমি কেন ক্রিমিনাল টিমের ট্র্যাপে পড়লাম। আজ আমি এক্সরে রিপোর্ট দেখলাম আমার। আমার কোথাও কোনো ফ্র্যাকচার হয়নি সেদিন। ফ্র্যাকচার হয়নি বলে আমার হিপ জয়েন্টে কোনো ব্যথা ছিল না, কোনো সুয়েলিং ছিল না।

পোস্টের শেষে তিনি অভিযোগ করেন, আমাকে বাংলাদেশি মুসলিম রোগী হিসেবে দেখা হয়েছে। যার কাছ থেকে প্রচুর টাকা নিয়ে অপারেশন করা হবে। সেই নিরীহ রোগী দেশে ফিরে যাবে, এবং ভেবে সুখ পাবে যে তার ট্রিট্মেন্ট হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন