বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

নেতানিয়াহু কি হলোকাস্ট ভুলে গেছেন?

মাঈনুদ্দীন দুলাল ২৯ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:৪২:১৫

384
  • নেতানিয়াহু কি হলোকাস্ট ভুলে গেছেন?

গোটা দুনিয়া একসাথে ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। পাশাপাশি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে। বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের মধ্যে ১৫৭টিই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু এসব কিছুতে কিছুই আসে যায় না ইসরায়েলের। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু ঔদ্ধত্যস্বরে বলেছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তিনি মেনে নেবেন না। এতগুলো দেশের সহানুভূতি ও স্বীকৃতিকে তিনি তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বলেছেন, ‘আপনারা সঠিক কাজটি করেননি। আপনারা যা করেছেন, তা ভুল কাজ। মারাত্মক ভুল কাজ।’ 

গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের জন্য সাধারণ পরিষদে যেসব দেশ নিন্দা জানিয়েছে, তাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আপনারা জানেন যে ইসরায়েল আপনাদের হয়েই লড়াই করছে। তাই পর্দার আড়ালের একটি গোপন কথা আপনাদের বলতে চাই। তা হলো, অনেক নেতাই প্রকাশ্যে আমাদের নিন্দা করেন  আর আড়ালে ধন্যবাদ জানান।’

নেতানিয়াহু’র এই বক্তব্য কি কূটকৌশল?  নাকি আমেরিকাসহ কিছু রাষ্ট্রের নীরব প্রশ্রয়ের কথা বলেছেন।

খোদ ইসরায়েলের হারেৎজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত প্রায় ১ লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এটি এ উপত্যকার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশের সমান। 

নিহত ফিলিস্তিনির এ সংখ্যা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত সংখ্যার চেয়েও অনেক বেশি। এ মন্ত্রণালয় বলেছে, গাজায় ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৫ হাজার  জনের বেশি নিহত হয়েছেন।

হারেৎজ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় সরাসরি নিহত হওয়ার পাশাপাশি বহু মানুষ পরোক্ষ কারণেও প্রাণ হারিয়েছেন, যেমন অনাহার, ঠান্ডা ও রোগে ভুগে। যুদ্ধের কারণে গাজার স্বাস্থ্যব্যবস্থা প্রায় সম্পূর্ণ ভেঙে পড়েছে।

এদিকে বৃটেনের ইউনিভার্সিটি অব লন্ডনের একজন গবেষক অধ্যাপক মাইকেল স্পাগ্যাট একটি গবেষণা করে জানান, গাজার প্রায় ১০ হাজার মানুষকে অন্তর্ভুক্ত করে ২ হাজার পরিবারের ওপর জরিপ চালানো হয়। এর ভিত্তিতে জানা গেছে, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত গাজায় প্রায় ৭৫ হাজার ২০০ মানুষের সহিংস মৃত্যু হয়েছে। তাঁদের বেশির ভাগই ইসরায়েলি হামলায় নিহত হন। জরিপ অনুযায়ী, নিহত ব্যক্তিদের মধ্যে ৫৬ শতাংশই নারী ও ১৮ বছরের কম বয়সী শিশু।

গাজা হামলায় আনবিক বোমা ছাড়া আর সব ধরনের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে ইসরায়েল। পৃথিবীজুড়ে শান্তিকামী মানুষের এত বিক্ষোভ, সমাবেশ, আন্তর্জাতিক চাপ কোন কিছুকেই গ্রাহ্য করছে না ইসরায়েল।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তাঁর তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। সব কিছুকে নেতানিয়াহু বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। 

কিন্তু সময় বলে অন্য কথা। তিনি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্ট ( ইহুদি নিধন) এর কথা ভুলে গেছেন? হলোকাস্টে ৬০ লাখ ইহুদিকে হত্যা করা হয়েছিল। যা ইউরোপে বসবাসরত ইহুদিদের দুই তৃতীয়াংশ।  সময় চলে যায়না। কখনো পুনরাবৃত্তি নিয়ে ফিরে আসে। সময় এক নিষ্ঠুর ন্যায় বিচারক।

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন