বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

জেন-জি কি পরিকল্পিত মানব-রোবট- গোষ্ঠী

হোসাইন কবির ১২ সেপ্টেম্বর , ২০২৫, ১৪:৫১:২০

310
  • সংগৃহীত

ওরা বয়সে তরুণ, ওরা জেন-জি! ওদের মধ্যে পরিবর্তন আকাঙ্ক্ষা সুতীব্র, এ পরিবর্তন চাওয়া দোষের নয়, যদি তা সমাজে রাষ্ট্রে ইতিবাচক এবং গুণগত পরিবর্তন আকাঙ্ক্ষায় চালিত হয়। কিন্তু সাম্প্রতিক দেশে দেশে তাদের দ্বারা স্বজাতির গৌরবের ইতিহাস ঐতিহ্য ধ্বংসের ভয়াবহ তৎপরতা দেখে মনে কিছু জিজ্ঞাসা ও প্রশ্ন দানা বেঁধেছে। তাই সবিনয়ে বলি–দেশে দেশে জেন-জি কোনো না কোনো নিয়ন্ত্রণ কেন্দ্রের নির্দেশে, অর্থায়নে নিয়ন্ত্রিত এবং চালিত?

গোলকায়িত তথাকথিত বিশ্বগ্রামের স্বার্থে এবং বিশ্ব পুঁজি ও করপোরেটের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও আধিপত্যের লক্ষ্যে– মানবসভ্যতায় নানা জাতির সৃজন ও অর্জনকে ভেঙে চুরমার করে তথকথিত একরৈখিক ভাষা-সংস্কৃতি-প্রযুক্তিভিত্তিক এলগরিদমে, নতুন বিন্যাসে– তারা কি পৃথিবীকে সাজাতে চাইছে? তাই কেনো যেন মনে হয়, জেন-জি তাদেরই অর্থায়নে ও কর্মপরিকল্পনায় চালিত এক মানব-রোবট-গোষ্ঠী। যারা দূরবর্তী নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে নানা কৌশলে অন্তর্জালের বিস্তৃত সার্ভিলেন্স নেটওয়ার্কের দ্বারা পর্যবেক্ষিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত। বিশ্ব আজ এরূপ পর্যবেক্ষণ-স্নায়ু-তন্তুর শৃঙ্খলে এক নতুন সমীকরণে শৃঙ্খলিত।

নানা বিশ্ব সাহায্যসংস্থা, তথাকথিত স্বেচ্ছাসেবী সংগঠন এবং বাম-ডান-ধর্মবাদী সুশীল-কুশীল কুশীলবগণ এ আয়োজনের সক্রিয় অনুঘটক। তাইতো বিশ্বভোজের এ রন্ধন আয়োজনে একই তারস্বরের তাদের হুক্কাহুয়া ডাক শুনা যায়। কেনো যেন মনে হয় নেপালে জেন-জির চলমান ইতিহাস ঐতিহ্যের ধ্বংসযজ্ঞ তারই সম্প্রসারিত কর্মপরিকল্পনার অংশ। আরব বসন্তের পর এশিয়া বসন্তের এ তাণ্ডব– কোথায় কতদূর পর্যন্ত গড়ায়? তা দেখার অপেক্ষায় আমাদের থাকতে হবে।

লেখক- শিক্ষাবিদ।

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন