বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

অপ্রতিরোধ্য মরণব্যাধি ক্যানসারের পায়ে শেকল আসছে

মাঈনুদ্দীন দুলাল ৮ সেপ্টেম্বর , ২০২৫, ১৮:২৪:৩২

394
  • অপ্রতিরোধ্য মরণব্যাধি ক্যানসারের পায়ে শেকল আসছে

চিকিৎসা বিজ্ঞান এক সুসংবাদ দিল আমাদের। যা মানব সভ্যতার জন্যে মাইলফলক হয়ে থাকবে। প্রাথমিক ক্লিনিক্যাল ট্রায়ালে শতভাগ সাফল্য পেয়েছে রাশিয়ার তৈরি ক্যানসার ভ্যাকসিন। এই দাবি করেছেন রুশ বিজ্ঞানীরা। রাশিয়ার ফেডারেল মেডিকেল ও বায়োলজিক্যাল এজেন্সির (এফএমবিএ) প্রধান ভেরোনিকা স্কভোর্তসোভা এই ঘোষণা দেন।

এর ফলে মরণব্যাধী রোগটি থেকে বিশ্বের কোটি কোটি মানুষের স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গত রোববার রুশ সংবাদ সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এফএমবিএ প্রধান বলেন, ‘গবেষণাটি বেশ কয়েক বছর ধরে করা হচ্ছিল। সর্বশেষ তিনটি বাধ্যতামূলক প্রিক্লিনিক্যাল স্টাডি করা হয়। ভ্যাক্সিনটি এখন ব্যবহারের জন্য প্রস্তুত, আমরা সরকারি অনুমোদনের অপেক্ষায় আছি।'

স্কভোর্তসোভা জোর দিয়ে দাবী করেছেন , প্রিক্লিনিক্যাল ট্রায়ালে ভ্যাক্সিনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ সময় টিউমারের আকার হ্রাস এবং টিউমারের অগ্রগতি ‍গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন গবেষকরা। রোগের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত অগ্রগতি লক্ষ্য করা গেছে। ফলে এই ভ্যাক্সিন প্রয়োগের মাধ্যমে ভালোভাবে বেঁচে থাকার সম্ভাবনা আরও বাড়বে।

এই ভ্যাকসিনের প্রাথমিক লক্ষ্য হবে কোলোরেক্টাল ক্যানসার। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, টিকাটি ত্বকের সবচেয়ে বিপজ্জনক ক্যানসার মেলানোমার ঝুঁকিও কমাতে পারবে। তাছাড়া অগ্ন্যাশয়, কিডনি ও ফুসফুসের ক্যানসার থেকেও সুরক্ষা দিতে পারবে। এসব গবেষণা বর্তমানে ইতিবাচক পর্যায়ে রয়েছে।

জানা গেছে ,চার ধরনের ভাইরাসের নমুনা নিয়ে ‘এন্টেরোমিক্স’ টিকা বানিয়েছে রাশিয়া।  তবে এটি যে প্রক্রিয়ায় কাজ করে, তাতে অন্য ক্যানসারের ক্ষেত্রেও নিরামক হবে, এমনটাই মনে করা হচ্ছে।

বাংলাদেশে প্রতি বছর মোট মৃত্যুর প্রায় ১১.৯ শতাংশের জন্য ক্যানসার দায়ী, যেখানে ফুসফুসের ক্যানসার মৃত্যুর প্রধান কারণ। একটি গবেষণা অনুসারে, প্রতি বছর ১ লাখে ১০৬ জন এই রোগে আক্রান্ত হন এবং প্রতি বছর মোট মৃত্যুর ১২% ক্যানসারে মারা যায়। 

ক্যানসার এক অপ্রতিরোধ্য মরণব্যাধি। বলা হয় একজন ক্যানসার রোগী শুধু নিজে মারা যাননা। একটি পরিবারকেও চরমভাবে বিপর্যস্ত করে যান। পরিবারের সদস্যদের মানসিক,আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করেন। প্রিয়জনকে চোখের সামনে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়ার বেদনা দিনের পর দিন সহ্য করতে হয়। এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হবার কারণে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে যায় পরিবারগুলো।

আমাদের দেশে অনিয়ন্ত্রিত লাইফস্টাইলই এই রোগের প্রধান কারণ।

ওরাল হাইজিন যেমন দরকার ওরাল ক্যানসার থেকে রক্ষা পেতে, তেমনি ব্যক্তিগত পরিচ্ছন্নতা দরকার বিশেষ করে মেয়েদের সারভাইভাল ক্যানসার থেকে সুরক্ষার জন্য। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ক্যানসারের ঝুঁকি তৈরি হতে পারে।

অতিরিক্ত প্রাণীজ প্রোটিন যারা খান, যার মধ্যে ফাইবার কম থাকে, যারা চর্বি জাতীয় খাবার বেশি খান, তাদের কোলন ক্যানসারের ঝুঁকি থাকে। বিশেষ করে নারীরা যদি এ ধরনের খাবার বেশি খায়, তাহলে মোটা হওয়া ও ওজন বেড়ে যাওয়ার প্রবণতা থাকবে, ওবেসিটি হবে। আর ওবেসিটি যত বেশি হবে, ব্রেস্ট ক্যানসারের ঝুঁকিও তত বাড়বে।

যারা বেশিরভাগ সময় শুয়ে-বসে থাকে, হাঁটা-চলা করে না, ব্যায়াম করে না, তাদের ক্যানসারের ঝুঁকি বাড়ে।

বাল্যবিবাহ, অল্প বয়সে সন্তান হওয়া, বেশি সন্তান জন্ম দেওয়া, ঘন ঘন সন্তান জন্ম ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার অভাব থাকলে জরায়ুমুখের ক্যানসার হতে পারে। আবার ৩০ বছর বয়সের পরে বিয়ে হলে, সন্তানকে স্তন্যদান না করলে নারীদের ব্রেস্ট ক্যানসারের ঝুঁকি বাড়ে।

মাল্টিপল সেক্সুয়াল পার্টনার ও অস্বাভাবিক যৌন আচরণের কারণে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ক্যানসারের ঝুঁকি বাড়ে।

অতিরিক্ত মদ্যপানের কারণে মুখের ক্যানসার থেকে শুরু করে খাদ্যনালী, পাকস্থলী ও লিভার ক্যানসার হতে পারে।

মানুষ প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ, রোগবালাই, যুদ্ধ বিগ্রহসহ নানা বিপর্যয় সহ্য করে টিকে আছে। পরাভব মানেনি। মানুষ অদম্য ক্ষমতার অধিকারী। বারবার সে এ সত্য প্রমাণ করেছে।

লেখক: সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন