বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

জলবায়ু পরিবর্তন ও সবুজ অর্থনীতি: টিকে থাকার লড়াই

সুমন মোস্তফা ২৯ আগস্ট , ২০২৫, ০১:০৫:০০

274
  • জলবায়ু পরিবর্তন ও সবুজ অর্থনীতি: টিকে থাকার লড়াই

জলবায়ু পরিবর্তন এখন কেবল একটি পরিবেশগত সংকট নয়, বরং অর্থনীতির জন্যও একটি গভীর হুমকি। বৈশ্বিক উষ্ণতা, অনিয়মিত আবহাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ঘূর্ণিঝড়ের প্রকোপ বেড়ে যাওয়ায় বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে উঠেছে।

আমাদের জাতীয় অর্থনীতির বড় ভরসা তৈরি পোশাক খাত। কিন্তু এই খাতও এখন পরিবেশবান্ধব না হলে টিকতে পারবে না। ইউরোপীয় ইউনিয়নের ‘কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম’ (CBAM) কার্যকর হলে উচ্চ কার্বন নির্গমনকারী পণ্যের ওপর শুল্ক বসবে। এতে বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা হুমকির মুখে পড়বে।

এমন বাস্তবতায় আমাদের জন্য সবুজ রূপান্তর আর বিলাসিতা নয়, প্রয়োজন। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন সবুজ সনদ অর্জন ছাড়া বৈশ্বিক বাজারে টিকে থাকা কঠিন। ইতিমধ্যে কিছু গার্মেন্টস কারখানা সবুজ মানে রূপান্তরিত হয়েছে। তবে বৃহৎ পরিসরে রূপান্তরের জন্য দরকার আন্তর্জাতিক সহযোগিতা ও জলবায়ু অর্থায়ন।

বাংলাদেশকে অবশ্যই বিশ্ব মঞ্চে সক্রিয় হতে হবে। জলবায়ু ন্যায্যতা, প্রযুক্তি হস্তান্তর এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বিশেষ সহায়তার দাবি তুলতে হবে। ‘লস অ্যান্ড ডেমেজ ফান্ড’ থেকে ন্যায্য অংশ পাওয়ার দাবিও জোরালোভাবে জানাতে হবে।

অন্যদিকে, দেশের ভেতরে আমাদের কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৃক্ষরোপণ, দূষণ নিয়ন্ত্রণ, জলাশয় সংরক্ষণ, এবং পরিবেশবান্ধব শিল্পায়নের বিকল্প নেই। সভা-সেমিনার দিয়ে নয়, বরং বাস্তব উদ্যোগের মাধ্যমেই পরিবর্তন সম্ভব।

জলবায়ু পরিবর্তন কোনো একক দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সংকট। কিন্তু এর ভয়াবহতা প্রথম ভোগ করতে হচ্ছে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোকে। এখনই যদি প্রস্তুতি না নিই, ভবিষ্যৎ আমাদের জন্য আরও কঠিন হয়ে উঠবে। তাই পরিবেশ রক্ষা এবং সবুজ অর্থনীতির পথে এগিয়ে যাওয়া এখন জাতীয় স্বার্থের প্রশ্ন।

লেখক: সাংবাদিক ও কলাম লেখক

ইমেইল: sumonmostufa13@gmail.com

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন