বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

ডাকসু জাতীয় নির্বাচনের এসিড টেস্ট, মেরুকরণ?

মাঈনুদ্দীন দুলাল ২১ আগস্ট , ২০২৫, ২২:৪০:০০

349
  • ডাকসু জাতীয় নির্বাচনের এসিড টেস্ট, মেরুকরণ?

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে ৯ সেপ্টেম্বর। ডাকসু শুধু ছাত্রদের নির্বাচিত একটি নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান নয়। আমাদের ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, অসহযোগসহ মহান মুক্তিযুদ্ধে অসামান্য ভুমিকা রেখেছে ডাকসু এবং এর নেতৃবৃন্দ।

এ ছাড়াও আমাদের গনতান্ত্রিক আন্দোলনে ডাকসু ছিল ভ্যানগার্ডের ভূমিকায়। ঐতিহ্য, ঐতিহাসিক ও রাজনৈতিক বিবেচনায় ডাকসু নির্বাচন বহুবিধ গুরুত্ব বহন করে।

এরই মধ্যে নির্বাচন ঘিরে চাঞ্চল্য শুরু হয়েছে ক্যাম্পাসে। যার আঁচ সারা দেশেও লাগতে শুরু করছে।

এবারের নির্বাচনের বিশেষ উল্লেখ যোগ্য বিষয় হচ্ছে, বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার কারণে ডাকসুর ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিতে পারছে না। আবার এবারই প্রথমবারের মত ছাত্র শিবির নির্বাচনে অংশ নিচ্ছে।

 মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন সংগঠনের ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন জানিয়েছেন,ডাকসু কেন্দ্রীয় সংসদের ২৮ টি পদের জন্য ৫০৯টি মনোনয়ন জমা পড়েছে।

পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, এবার ৫ টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবে। প্রার্থী চূড়ান্ত হয়ে যাওয়ায় এখন ক্যাম্পাসে নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে।

৫ আগষ্ট ২০২৪ এর পর দেশ নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে।

জাতীয় নির্বাচন নিয়ে ছিল নানা জল্পনা কল্পনা ও অনিশ্চয়তা। মব সন্ত্রাস, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগের পারদ ঊর্ধ মুখী। তবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনুস আগামী বছরের ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনের ঘোষণা দেয়ায় রাজনীতিতে কিছুটা স্বস্তি এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জাতীয় নির্বাচনের আগে ডাকসু নির্বাচন নানাভাবে গুরুত্বপূর্ণ হবে এবং প্রভাব রাখবে।কারণ প্রধান রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠনগুলো এখানে অংশ নেবে।

বিশ্লেষকরা মনে করছেন, ডাকসু জাতীয় নির্বাচনে প্রভাব রাখার পাশাপাশি কিছু রাজনৈতিক মেরুকরণও করতে পারে। বলা যায় এবারের ডাকসু হতে পারে জাতীয় নির্বাচনের এসিড টেস্ট। হতে পারে জাতীয় রাজনীতির দলগুলোর মেলবন্ধন বা দলছুটের খেলা।

লেখক : সাংবাদিক
 
বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন