মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

চাঁদাবাজি-মব স্বস্তি কেড়ে নিচ্ছে

মাঈনুদ্দীন দুলাল ২৯ জুলাই , ২০২৫, ১৩:৩৫:২১

481
  • ছবি: সংগৃহীত

মব সন্ত্রাস ও চাঁদাবাজিতে অতিষ্ঠ জনজীবন। সাধারণ মানুষ খুবই বিরক্ত হয়ে পড়েছে। তবে এর মধ্যে সাম্প্রতিক একটি বিষয় নজর কেড়েছে সবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। যারা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করবে তাদের আইনের আওতায় আনতে পুলিশকে বলা হয়েছে।

হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়ার কারণও আছে। দেশব্যাপী একের পর এক চাঁদাবাজির ঘটনা এবং অতি সম্প্রতি ঢাকার গুলশানে সাবেক এমপি'র বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবী নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই সিদ্ধান্ত নেয়।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়েছে, "শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে সক্রিয় ছিল এমন অনেকের বিরুদ্ধে গত বছরের আগষ্টের পর থেকেই ক্ষমতাপ্রদর্শন,চাঁদাবাজি,ব্যবসায়ীদের কাছ থেকে সুবিধা আদায়, সচিবালয়ে তদবিরসহ নানা অভিযোগ আসছিল।"

সমন্বয়ক পরিচয়ে কিছু কিশোর ও তরুণ সারা দেশে চাঁদাবাজির জাল বিস্তার করছে। এমনকি তাদের দাপটে পুলিশও অসহায়। বৈষম্য বিরোধী আন্দোলনের এই সিদ্ধান্ত কি সুফল আনে মানুষ দেখতে চায়।

এত গেল চাঁদাবাজি বয়ান। এবার আসি মব সন্ত্রাস নিয়ে। গণ বিচার ও মব নিয়ে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির এক প্রতিবেদন অনুসারে ২০২৪ এ গণপিটুনি ২০১টি। এতে নিহত ১৭৯ জন, আহত ৮৮ জন। ২০২৩ সালে গণ পিটুনি ১১৪ টি। এতে নিহত ৭৩ জন, আহত ৯১ জন। ২০২২ সালে গণ পিটুনি ৭৯টি। নিহত ৩৮জন, আহত ৮৩ জন। ২০২৩ সালের তুলনায় ২০২৪ এ গণ পিটুনি দ্বিগুণ হয়েছে। মব ও গণ পিটুনির পারদ ক্রমশ ঊর্ধ্বগামী।

মবের শিকার হয়েছেন ব্যাক্তি,প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এসব অপরাধ দমনে বারবার হুশিয়ারি দিচ্ছেন। কঠোরভাবে দমনের কথা বলছেন। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন।

খুব সহসা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এমন একটি সংবাদ চাউর হয়েছে। যদি নির্বাচন হয় তবে এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো নির্বাচন সম্ভব? এ প্রশ্ন জনমনে।

এখনো গণতান্ত্রিক ব্যবস্থায় রাষ্ট্র পরিচালনায় ভালো নির্বাচনই উত্তম পন্থা। আমরা প্রত্যাশা করি উত্তম নির্বাচনের মাধ্যমে উত্তম সরকার ও সচল রাষ্ট্র।

লেখক : সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন