বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

"তব ঘৃণা যেন তারে তৃনসম দহে"

মাঈনুদ্দীন দুলাল ২৫ জুলাই , ২০২৫, ১৫:৩৩:২৪

491
  • "তব ঘৃণা যেন তারে তৃনসম দহে"

সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে জানা গেল, গাজায় খাবারের অভাবে চরম অপুষ্টিতে ৩৫ দিনের এক শিশু মারা গেছে। আরো ১৭ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। এদের অনেকেই সহসা মারা যাবে যদি দ্রুত খবার না পায়। ত্রানের জন্য লাইনে দাঁড়ানো শতশত শিশু ইসরায়েলী বোমা হামলায় মারা যাচ্ছে। এ রকম ভয়ংকর মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে দিন যাপন করছে গাজাবাসী।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় বর্বর হামলা শুরু করে ইসরায়েল।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ৫৯ হাজার মানুষ মারা গেছেন। যার অর্ধেকের বেশী শিশু। ৯ হাজার ৫০০ ফিলিস্তিনী ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে আছেন। হামলায় প্রায় ২ হাজার চিকিৎসাকর্মী, ২২৮ জন সাংবাদিক, ৭৭৭ জন মানবিক সহায়তাকর্মীকে হত্যা করা হয়েছে। ২ হাজার ৬১৩টি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে। 

এ পর্যন্ত গাজায় ১ লাখ ২৫ হাজার টন বিস্ফোরক ফেলা হয়েছে। ঐ জনপদের ৮৮ শতাংশ পুরোপুরি ধ্বংসস্তুপ । আর্থিক ক্ষতির পরিমাণ প্রা ৬২ বিলিয়ন ডলার।

এত হত্যাযজ্ঞ করেও ক্ষান্ত নয় বর্বর ইসরায়েল। হত্যা এবং ধ্বংস প্রতিদিনই চলছে।

মুখবুজে এই হত্যাযজ্ঞ দেখছে আরব বিশ্ব। মুসলিম দেশগুলোর সম্মিলিত সংস্থা ওআইসি কানে তুলা এবং মুখে কলুপ এঁটে বসে আছে। বিশ্ব শান্তির ফেরিওয়ালা ও মুরব্বিরা বোবাকালা হয়ে আছেন।

অবশ্য বিশ্বর নানা প্রান্তের সাধারণ মানুষ প্রতিবাদ করছেন। কিন্তু ক্ষমতার নিয়ন্ত্রকেরা কানেই তুলছেননা সাধারণ মানুষের আর্তি ও প্রতিবাদী কন্ঠস্বরকে।

তাহলে এভাবেই কি আমরা অপুষ্টিতে ভোগা শিশুদের মৃত্যু মিছিল দেখব?

আমরা বিশ্ববাসী এ অন্যায় দিনের পর দিন দেখছি এবং অত্যাচার করতে দিচ্ছি। একদিন আমাদের ইতিহাসের কাঠ গড়ায় দাঁড়াতে হবে। আমাদের সন্তানের জন্যও এই নিষ্ঠুরতা পৃথিবীর কোন কোনে ফিরে আসবে। মহকাল সবকিছু নীরবে দেখে, তবে ভোলে না। ঠিকই শোধ তোলে।

কবি গুরু রবীন্দ্রনাথ একথা উপলব্ধি করেই বলেছেন,

"অন্যায় যে করে আর অন্যায় যে সহে। তব ঘৃণা যেন তারে তৃনসম দহে।"

লেখক : সাংবাদিক
 
বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন