বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

জলবায়ু পরিবর্তনের প্রভাব: জীবনধারায় পরিবর্তন

সুমন মোস্তফা ২৩ জুলাই , ২০২৫, ০১:৪৮:১৮

524
  • জলবায়ু পরিবর্তনের প্রভাব: জীবনধারায় পরিবর্তন

কয়েক দশক আগেও আমাদের গ্রামে-শহরে ঋতুগুলোর আগমন ছিল নিয়ম মাফিক। বৈশাখ মানেই ছিল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আর পৌষ-মাঘ মানেই ছিল হাড় কাঁপানো ঠান্ডা। কিন্তু এখন ঋতুর গতি বদলে গেছে, আবহাওয়ার আচরণ হয়েছে অস্থির। আর এই পরিবর্তনের পেছনে রয়েছে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ভয়াবহ ছায়া। শুধু প্রকৃতিই নয়, আমাদের জীবনধারাতেও পড়ছে এর সুদূরপ্রসারী প্রভাব।

খাদ্য নিরাপত্তায় সংকট

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ছে কৃষিতে। অনিয়মিত বৃষ্টি, খরার দীর্ঘসূত্রতা কিংবা হঠাৎ বন্যায় ফসল নষ্ট হচ্ছে বারবার। একদিকে কৃষকের লোকসান, অন্যদিকে বাজারে পণ্যের দাম বেড়ে সাধারণ মানুষের ভোগান্তি। খাদ্যের উৎপাদন কমে গেলে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আগে ধান তুলতাম তিনবার, এখন হয় একবারই। পানি ঠিকমতো আসে না। বলেন পটুয়াখালীর এক কৃষক।

উপকূলের মানুষ বাস্তুচ্যুত

সাগরের পানি বৃদ্ধির কারণে উপকূলীয় এলাকার গ্রামগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। একদিকে নদীভাঙন, অন্যদিকে লবণাক্ততা-এই দুইয়ে মিলেই মানুষের ঘর হারাচ্ছে। অনেক পরিবার বাধ্য হয়ে শহরমুখী হচ্ছে, তৈরি হচ্ছে নতুন এক জলবায়ু উদ্বাস্তুর শ্রেণি।

শরীরের ওপর প্রভাব

গরমের তীব্রতা এখন অসহনীয়। আগের তুলনায় তাপমাত্রা বেড়েছে, কমেছে শীতের তীব্রতা। ফলে হিটস্ট্রোক, ডিহাইড্রেশন, ত্বক ও শ্বাস-প্রশ্বাসজনিত রোগ বেড়েছে। শহরের বয়স্ক মানুষ ও শিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী।

জীবনযাত্রার অভ্যাসে পরিবর্তন

মানুষ এখন আর সকাল ১০টার পর খেতে বা বাজারে বেরোতে সাহস করে না। শহরের অফিসগুলোতে বদলেছে অফিস টাইম। অনেকে কাজ করছেন রিমোট বা হাইব্রিড মডেলে। গ্রামে পানি সাশ্রয়ের জন্য নতুন নতুন প্রযুক্তি ব্যবহার শুরু হয়েছে-যেমন বৃষ্টির পানি ধরে রাখার ট্যাংক, সৌরচালিত পাম্প।

শিক্ষা ও শিশুর বিকাশে বাধা

বর্ষা মৌসুমে স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায়। বিশেষ করে হাওড় ও চরাঞ্চলে। অন্যদিকে গ্রীষ্মকালে গরমের কারণে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে বসে থাকা দুর্বিষহ হয়ে পড়ে।

সচেতনতা ও প্রতিরোধ 

জলবায়ু পরিবর্তনের এই প্রভাব থামাতে হলে দরকার ব্যক্তি থেকে রাষ্ট্রীয় পর্যায়ে উদ্যোগ।

পরিবেশবান্ধব যাতায়াত, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, গাছ রোপণ ও বন সংরক্ষণ, শিশুদের মাঝে জলবায়ু শিক্ষা- এই পদক্ষেপগুলো নিতে হবে এখনই।

পরিশেষে

জলবায়ু পরিবর্তন আর কেবল ‘বিজ্ঞানীদের কথা’ নয়, এটি এখন প্রতিটি মানুষের বাস্তবতা। আমাদের খাবার, ঘর, কাজ, এমনকি বেঁচে থাকার পথকেও পাল্টে দিচ্ছে এই নীরব দুর্যোগ।

জীবনধারার এই রূপান্তরকে মেনে নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে-আর ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই পৃথিবী গড়তে হবে এখন থেকেই।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন