মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

বিমান দূর্ঘটনায় হতাহত : শোক ছাপিয়েও অসীম বেদনা

মাঈনুদ্দীন দুলাল ২১ জুলাই , ২০২৫, ২২:১৭:৩১

522
  • বিমান দূর্ঘটনায় হতাহত : শোক ছাপিয়েও অসীম বেদনা

আজ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান একটি শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিধ্বস্ত হল। এই দূর্ঘটনায় এখন পর্যন্ত আমরা জানি ২০ জন নিহত ও ১৭১ জন আহত হয়েছে। এদের প্রায় সকলেই শিশু কিশোর। এ দুর্ঘটনায় বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্ট তৌকির ইসলামও মারা গেছেন।

এদেশে নানা ধরনের দূর্ঘটনা দেখার শোনার অভিজ্ঞতা আমাদের আছে। শোকাভিভূত হয়েছি। কিন্তু এই দূর্ঘটনা মর্মান্তিক ও ভীষণ বেদনার। খুব মন খারাপ হচ্ছে এসব শিশু-কিশোর ও তাদের পরিবারের জন্য।

বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে আহত প্রায় সকলেই অগ্নিদগ্ধ। আহতদের শরীরের ৬০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসা বিজ্ঞানের ধারনা শরীরের ৩৫ শতাংশ পুড়ে যাওয়া ঝুঁকিপূর্ণ।

তিন বাহিনীর সম্মিলিত মুখপাত্র আইএসপিআর জানিয়েছে, বিমান বাহিনীর এফটি-৭ বিজি যুদ্ধ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুপুর ১টা ৬ মিনিটে ঢাকার কর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের পর যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়।

বিমানটি উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের একটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। ঐ ভবনে স্কুলের প্রাইমারি সেকশনের শিক্ষার্থীদের ক্লাশ চলছিল। আহতদের বেশীরভাগকেই জাতীয় বার্ন ইন্সটিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালের সামনে অনেকেই ভিড় করছেন প্রয়োজনে রক্ত দিয়ে আহতদের জীবন বাঁচানোর চেষ্টায়।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। বিশেষজ্ঞ সদস্যরা আশা করছি প্রকৃত কারণ বের করতে পারবেন। মঙ্গলবার জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। সরকার প্রধান,রাষ্ট্রপতি শোক জানিয়েছেন।

অনেক পুরোনো একটি প্রবাদ আছে- পিতার কাঁধে সন্তানের লাশ, এরচেয়ে ভারী বোঝা পৃথিবীতে আর নেই। মায়ের কাছে সন্তানের মৃত্যু সংবাদ দুনিয়ায় সবচেয়ে বড় বেদনা বহন করে।

মৃত্যুই শেষ কথা নয়। এসব মৃত্যু পিতা-মাতা-স্বজনদের জন্য আমৃত্যু বেদনার। আমরা নিহতদের রুহের শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই বেদনাদায়ক দূর্ঘটনায় শোক প্রকাশও অনেক কম কিছু। সকল শোক ছাপিয়ে এ বেদনা।

লেখক : সাংবাদিক
 
বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন