মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

ভালো নির্বাচনের শর্ত, ভালো আইন-শৃঙ্খলা পরিস্থিতি

মাঈনুদ্দীন দুলাল ১৪ জুলাই , ২০২৫, ২০:৫৫:০৭

239
  • ভালো নির্বাচনের শর্ত, ভালো আইন-শৃঙ্খলা পরিস্থিতি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই মুহূর্তে বেশ নাজুক। সাম্প্রতিক সময়ের কিছু রোমহষর্ক ও নিষ্ঠুর হত্যাকান্ড,মব,নারী ও শিশু নির্যাতনের ঘটনা জনমনে আতংক তৈরি করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বারবার বলছেন, অপরাধীদের কঠোর ভাবে দমন করা হবে। প্রয়োজনে অপরাধীদের ধরতে দেশব্যাপী চিরুনি অভিযান চালানেো হবে। সেনা বাহিনীর ম্যাজেস্ট্রেসী ক্ষমতা বারবার বাড়ানো হচ্ছে।

কিন্তু বাস্তব অবস্থাটা কি? একের পর এক অপরাধ প্রতিদিন ঘটছে।

গত তের জুলাই দৈনিক বনিকবার্তা  জানুয়ারী থেকে জুন পর্যন্ত বিভিন্ন সংঘটিত অপরাধের একটি পরিসংখ্যান দিয়েছে।  তাতে দেখা যায় গত ৬ মাসে সারা দেশে খুন- ১৯৩০টি, ডাকাতি- ৩৬৬টি, ছিনতাই - ৯৭০টি, অপহরণ - ৫১৫টি, নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে সবচেয়ে বেশী ১১০০৮টি। এই পরিসংখ্যানটি আমাদের উদ্বিগ্ন করে তোলে।

এখানে আতংক এবং হতাশার ব্যাপার হলো নারী ও শিশু নির্যাতনের সংখ্যাটি।

জাপানি একটি প্রবাদ আছে "যে সমাজ নারী,শিশু এবং বৃদ্ধকে সম্মান দেয় না সেটি ভালো সমাজ না"। তহলে আমরা কি একটি নিকৃষ্ট সমাজে পরিণত হচ্ছি?

যদি সরকার আগামী ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে নির্বাচন করতে চায় তবে আইন-শৃঙ্খলার অবনতিশীল এই অবস্থায় কি করে সম্ভব? আওয়ামী সরকারের বিরুদ্ধে অভিযোগ তারা অংশগ্রহন মূলক নির্বাচন দেয়নি। সে সরকারের পতনের প্রধানতম কারণও এটি।

কিন্তু আইন-শৃঙ্খলার এই নাজুক পরিস্থিতির উন্নয়ন না ঘটাতে পারলে সার্বজনীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয়া কি সম্ভব হবে?

অথচ এ সরকারের কাছে জনগণের প্রত্যাশা একটি ভালো নির্বাচনের মাধ্যমে দেশে গনতন্ত্রের জয়যাত্রা সূচিত হোক। মানুষ স্বস্তিতে শ্বাস নিক। উদ্বেগ কাটুক।

লেখক : সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন