বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ , ২১ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
বিশেষ কলাম

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ জরুরি

মোঃ আবদুর রহিম ৪ জুন , ২০২৫, ১৬:০৩:১৬

629
  • নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ জরুরি

ঈদ মানে আনন্দ, ঈদ মানে প্রিয়জনের সঙ্গে মিলন। আর এই মিলনের পথচলায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় নিরাপদ যাত্রা। প্রতি বছর ঈদের আগে-পরে যাত্রীদের চাপ, ফিটনেসবিহীন যানবাহন, অদক্ষ চালক ও অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে ঘটে নানা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। এই প্রেক্ষাপটে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সাম্প্রতিক বক্তব্য ও নির্দেশনাগুলো অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ।

তিনি সরাসরি উল্লেখ করেছেন, ঈদের মৌসুমে অনেক সময় অদক্ষ চালকদের হাতে বাসের চাবি তুলে দেওয়া হয়, যার ফলশ্রুতিতে ঘটে প্রাণঘাতী দুর্ঘটনা। এ বিষয়টি বহুদিনের পুরোনো সমস্যা হলেও কার্যকর প্রতিরোধ ব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। শুধু অনুরোধ নয়, সরকারকে বাস মালিকদের বাধ্য করতে হবে—যাতে অদক্ষ, লাইসেন্সবিহীন কিংবা অপ্রশিক্ষিত চালক দিয়ে কোনোভাবেই বাস চালানো না হয়।

আরেকটি আশঙ্কাজনক দিক হলো, দূরপাল্লার বাসে যাত্রীর ছদ্মবেশে ডাকাতের উঠার প্রবণতা। এই সমস্যা রোধে প্রতিটি স্টপেজে যাত্রীদের ছবি তুলে রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা যুগান্তকারী হলেও বাস্তবায়নের দিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র নির্দেশনা দিলেই হবে না—প্রতিটি পরিবহন কোম্পানিকে এর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে, প্রয়োজনে সরকারের পক্ষ থেকে প্রযুক্তিগত সহায়তা দিতে হবে।

উল্লেখযোগ্য আরেকটি সিদ্ধান্ত হলো ফিটনেসবিহীন যানবাহন রাস্তায় নামতে না দেওয়ার ঘোষণা। অনেক সময় দেখা যায়, বাহ্যিকভাবে রঙিন ও চকচকে বাস আসলে অভ্যন্তরীণভাবে রুগ্ণ ও বিপজ্জনক। এগুলো রাস্তায় নামলে শুধু যাত্রীদেরই নয়, পথচারী ও অন্য যানবাহনেরও নিরাপত্তা হুমকির মুখে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্রিয়তা ও আন্তরিকতা ছাড়া এই সিদ্ধান্ত বাস্তবায়ন সম্ভব নয়।

ভাড়া সংক্রান্ত বিষয়েও উপদেষ্টা স্পষ্ট অবস্থান নিয়েছেন। ঈদের সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এক ধরনের ‘ঈদ কর’ হয়ে দাঁড়িয়েছে। এবারে যেন এ ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা এবং তাদের আশ্বাস নেওয়া ইতিবাচক উদ্যোগ। তবে এসব আশ্বাস মাঠপর্যায়ে কতটা কার্যকর হয়, সেটাই দেখার বিষয়।

সবচেয়ে প্রশংসনীয় সিদ্ধান্ত হলো আইন-শৃঙ্খলা বাহিনীর সব ছুটি বাতিল করে ঈদের সময় দেশজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা। সাধারণ মানুষের জানমাল রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত প্রশংসনীয়।

সবশেষে বলতেই হয়, নির্দেশনা যতই ভালো হোক না কেন, তার বাস্তবায়নই মুখ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বয়ে যদি এসব পদক্ষেপ বাস্তবায়ন করা যায়, তাহলে এবারের ঈদযাত্রা হতে পারে এক শান্তিপূর্ণ ও নিরাপদ যাত্রার অনন্য দৃষ্টান্ত। জনস্বার্থে এই উদ্যোগগুলো যেন কেবল ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ না থাকে—এটাই আমাদের প্রত্যাশা।

লেখক: সমাজকর্মী ও সাংবাদিক

বি.দ্র.- (এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। নিউজজি২৪ডটকম-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন