বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফিচার
  >
বিচিত্র

বিশ্বের এক অদ্ভুত এটিএম বুথ

নিউজজি ডেস্ক ২৫ অক্টোবর , ২০২২, ১১:৩২:২৯

427
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: বর্তমানে অনেকেই ব্যাংকে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে না থেকে টাকা তোলার সহজলভ্য মাধ্যম এটিএম বুথ ব্যবহার করে। বর্তমান সময়ে সবার আশেপাশেই সহজলভ্য এই এটিএম বুথ বা অটোমেটিক টেলার মেশিনটি রয়েছে। ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নিমিষেই এই মেশিন থেকে টাকা তোলা যায় অধিক সহজে।

বর্তমান সময়ে এটিএম বুথ বিশ্বের সব স্থানে রাস্তার অলিতে গলিতে খুঁজে পাওয়া যায়। তবে পাহাড়ের উপরে এটিএম বুথ থাকার কথা শুনলে হয়তো আপনার অনেকেই অবাক হবেন!

বেশ কিছুটা অবাক করা বিষয় হলোও এটি সত্য যে, এমন এক অদ্ভুত এটিএম বুথ পাকিস্তানে রয়েছে যা কিনা পাহাড়ের উপরে অবস্থিত। আর এই এটিএম বুথে টাকা তুলতে গেলে আপনাকে মেঘ ভেদ করে উঠতে হবে বিশাল আকার পাহাড়ে।

পাকিস্তানের পাহাড়ের উপরে অবস্থিত এই এটিএম বুথ টি বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত এটিএম বুথ হিসেবে পরিচিত। এই এটিএম বুথ টি পাকিস্তান সীমান্তের খুঞ্জেড়ার পাশে অবস্থিত। আরো একটি মজার ব্যাপার হল এই এটিএম বুথটি কোন বিদ্যুৎ সংযোগে চলে না বরং সৌর ও বায়ুশক্তিতে এটি পরিচালিত হয়। পাকিস্তানের উপস্থিত বহু মানুষ প্রতিদিন এই এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করে থাকে।

এই এটিএম বুথের উচ্চতা ১৫ হাজার ৩৯৬ ফিট সমুদ্রতল থেকে। পাকিস্তানে অবস্থিত এই বুথটি চালু করা হয় ২০১৬ সাল থেকে। সেখানকার উপস্থিত ব্যাংক থেকে প্রায় ৮২ কিলোমিটার দূরে এই এটিএম বুথ টি অবস্থিত। দূরত্ব থাকা সত্ত্বেও সেখানকার কর্মীরা এই এটিএমটি নিয়মিত রিফিল করার জন্য চলে যান। আর ওই পর্বতে পৌঁছাতে ব্যাংক কর্মীদের প্রবল বায়ু প্রবাহ, ঝড়, দুর্গম পার্বত্য, ভূমিধস ঝুঁকি নিয়ে পথ পেরোতে হয়।

এত উঁচুতে এই এটিএম বুথটি নির্মাণের মূল উদ্দেশ্য হলো সীমান্তে মোতাইনকৃত সেনাবাহিনী সদস্যরা যাতে সহজেই টাকা তুলতে পারেন। ইতোমধ্যেই এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে বিশ্বের সর্বোচ্চ এটিএম বুথের মর্যাদা পেয়েছে। এছাড়াও এখানে একটি উদ্যান রয়েছে। এই উদ্যানটি তুষার চিতা ও বিপন্ন প্রজাতির মার্কোপোলা ভেড়ার আবাসস্থল হিসেবে পরিচিত।

এখানে বসবাসরত আরো অন্যান্য প্রাণীদের মধ্যে রয়েছে হিমালয়ান ব্রাউন বিয়ার, নীল ভেড়ার মতো প্রাণী, হিমালয়ান আইবেক্স, তিব্বতি নেকড়ে। এটিকে খুঁঞ্জেরাব একটি জাতীয় উদ্যান ও পাকিস্তানের তৃতীয় বৃহত্তম জাতীয় উদ্যান বলা হয়ে থাকে।

নিউজজি/ এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন