শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
বিচিত্র

অপহরণের পর ৭ বছর বাক্সবন্দি

নিউজজি ডেস্ক ৫ সেপ্টেম্বর , ২০২২, ১৪:৫৫:২৩

409
  • ছবি: ইন্টারনেট

প্রায় সাত বছর ধরে বন্দি রাখা হয়েছিল একটি বাক্সের ভিতর। আলো-বাতাসহীন অন্ধকার কূপেই এই দীর্ঘ সময় কাটয়েছিলেন এক তরুণী। কীভাবে এমন পরিণতি হল তার? আসুন শুনে নেওয়া যাক।

প্রাচীনকালে বাক্সবন্দী করে মৃতদেহ সংরক্ষণ করে রাখতেন মিশরীয়রা। দেহটিকে অবিকৃত রাখতে ওষুধ মাখানো কাপড়ে জড়িয়ে ভরে রাখা হত বাক্সে। এমন সংরক্ষিত মৃতদেহ বা মমি কিন্তু আজও রীতিমতো দর্শনীয় বস্তু। তাই বলে জীবিত মানুষকে বছরের পর বছর বাক্সে বন্দি করে রাখার ঘটনা কার্যত নজিরবিহীন। অবিশ্বাস্য হলেও এমনই নৃশংস অত্যাচার করা হয়েছিল মার্কিন এক তরুণীর উপরে । যা শুনলে গায়ে কাঁটা দেবে আজও।

মাত্র কুড়ি বছর বয়সেই অপহরণকারীর পাল্লায় পড়েন কোলেন স্ট্যান নামে ওই মহিলা। প্রায় সাত বছর তার কেটেছে ওই দুষ্কৃতীর ডেরাতেই। সে ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। দিনের বেশিরভাগ সময়টাই তাঁকে কাটাতে হত একটি কাঠের বাক্সের মধ্যে। সেখানে না ঢোকে আলো, না পৌঁছয় বাতাস। তবু সেভাবেই বছরের পর বছর থাকতে হয়েছে তাকে। এত দীর্ঘ সময় ধরে কাউকে অপহরণ করে রাখার ঘটনা বোধহয় অপরাধের ইতিহাসেও বেশ বিরল। খুবই অদ্ভুত ভাবে অপহরণ করা হয়েছিল তরুণীকে। রাস্তায় একটি গাড়িতে লিফট চেয়েছিলেন কোলেন। তাঁকে দেখে থেমেও যায় গাড়িটি।

তবে গাড়িটিতে ওঠার পরেই কোলেনকে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। এরপর নিজের বাড়িতেই কোলেনকে বাক্সবন্দি করে রাখে ওই অপহরণকারী। দীর্ঘ সাত বছর ধরে বিভিন্ন ভাবে অত্যাচার চালানো হয় কোলেন-এর উপর। তাকে কার্যত যৌনদাসীতে পরিণত করা হয়েছিল। অবশেষে একদিন সেই কারাগার থেকে পালাতে সক্ষম হন কোলেন। কিন্তু এত কিছুর পরেও নিজের অপহরণকারী সম্পর্কে কোনও অভিযোগই করেননি তিনি। বরং উল্টে বাড়ির লোকের কাছে তাকে নিজের স্বামী হিসেবেই পরিচয় দিয়েছিলেন তরুণী।

ঘটনাটি নিয়ে বিস্তর চাঞ্চল্য ছড়িয়েছিল সে সময়ে। মুক্তি পাওয়ার পরেও কেন কোনও অভিযোগ করলেন না তরুণী, তা নিয়েও হইচই পড়ে গিয়েছিল। অনেকেই মনে করতেন, সেই অপহরণকারী এমন ভাবে কোলেনের মগজধোলাই করেছিল, যার জেরে অভিযোগ করার কথা ভাবতেও ভয় পেয়েছিলেন কোলেন। পরবর্তী কালে এই ঘটনার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল বেশ কিছু তথ্যচিত্রও। তবে সেই সিনেমা দেখে অনেকেই বিশ্বাস করতে চাননি, এ ছবি আদতে গল্প হলেও সত্যি।- সংবাদ প্রতিদিন

নিউজজি/এস দত্ত

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন