মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ , ২৮ শাবান ১৪৪৪

ফিচার
  >
বিচিত্র

ধারে বই নিয়ে ৫১ বছর পর ফেরত!

নিউজজি ডেস্ক ২০ জুন , ২০২২, ০৬:৪৬:১৬

195
  • ছবি : ইন্টারনেট

ঢাকা: জীবনে একবারও বই ধার নেয়নি এমন পাঠক খুজে পাওয়া বিরল। সকল পাঠকই কমবেশি বই ধার নিয়ে থাকেন। তবে তা ফেরত দেয় কয়জন? ধার নিয়ে বই ফেরত না দেয়ার বদনাম অনেক পাঠকেরই আছে। তবে, এই বদনাম এবার কিছুটা হলেও দূর করলেন কানাডার এক পাঠক। 

ধার নেয়ার ৫১ বছর পর পাঠাগারে বই ফেরত পাঠালেন কানাডার ‘সাউথ হিল পাবলিক লাইব্রেরি’র এক পাঠক। সাথে একটি চিরকুটে বই ফেরত দিতে ‘সামান্য দেরি’ হওয়ায় দুঃখ প্রকাশও করেছেন তিনি। 

সম্প্রতি, কানাডার বৃটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে এই ঘটনা ঘটেছে। সেখানকার ‘সাউথ হিল পাবলিক লাইব্রেরি’ থেকে হ্যারি এডওয়ার্ড নেইলের লেখা ‘দ্য টেলিস্কোপ’ বইটি ধার নিয়েছিলেন ওই ব্যক্তি। ১৯৭১ সালের ২ শে এপ্রিল বইটি ইস্যু করা হয়। পরে কোনো কারণে হয়তো বইটি ফেরত দিতে ভুলে যান। তাই, পাঁচ দশকের বেশি সময় পর ডাকযোগে বইটি সাউথ হিল পাবলিক লাইব্রেরি কর্তৃপক্ষকে ফেরত পাঠান তিনি। 

বইটি ফেরত পেয়ে সেটার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে পাঠাগার কর্তৃপক্ষ। পোস্টের সাথে পাঠকের পাঠানো চিরকুটটিও যুক্ত করা হয়। তাতে লেখা রয়েছে- 

‘আপনাদের পাঠাগার থেকে বইটি  নেয়া হয়েছিল। ফেরত দিতে সামান্য দেরি হওয়ায় দুঃখিত। তবে ৫১ বছর পার হয়ে গেলেও এখনো বইটি বেশ ভালো অবস্থায় রয়েছে। ধন্যবাদ।’ 

পোস্ট করার সাথে সাথেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এই পোস্ট ও ছবি।পাঠাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ দশকের বিলম্বে বইটি ফেরত দেওয়া হলেও ওই পাঠককে  কোনো জরিমানা করা হয়নি। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন