শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯ , ২ রমজান ১৪৪৪

ফিচার
  >
বিচিত্র

গ্রীষ্মে রামধনু রং নেয় যে গাছ!

নিউজজি ডেস্ক ২০ মার্চ , ২০২২, ১৪:০৯:১৮

309
  • ইন্টারনেট থেকে

ঢাকা: রামধনু তো দেখেছেন। কিন্তু কখনও রামধনু রঙা গাছ দেখেছেন? না, কৃত্রিম উপায়ে গাছে রামধনু রং করা নয়। প্রাকৃতিক ভাবেই গাছের রং এ রকমের হয়ে থাকে।

আমাদের চারপাশে লাখো প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে একটি হল রামধনু রঙা ইউক্যালিপটাস। এ বার প্রশ্ন জাগতেই পারে, ইউক্যালিপটাস গাছ তো আমাদের দেশে দেখা যায়, কিন্তু কোনওটির রং তো রামধনু রঙা নয়!  

আসলে রামধনু রঙা এই ইউক্যালিপটাস দেখা যায় উত্তর গোলার্ধে। রামধনু রঙের হওয়ার নেপথ্যে রয়েছে এই গাছের ছালই। বছরভর এই গাছের ছাল উঠতে থাকে। আর ছালের নীচের সবুজরঙা ছাল যত পরিপক্ক হয়, ততই রঙ বদলাতে থাকে। নীল, লাল, কমলা, বেগুনি— নানা রঙে পরিণত হয়। গ্রীষ্মকালে গাছের এই রং দেখা যায়। ২৫০ ফুট উচ্চতা হয় এক একটি গাছের। মূলত হাওয়াই, ফিলিপিন্স, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউ গিনিতেও এই গাছ দেখতে পাওয়া যায়।

নিউজজি/এসজেড

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন