বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

ফিচার
  >
বিচিত্র

মানুষ না এলিয়েন, পিরামিড তৈরি করেছে কে?

নিউজজি ডেস্ক ৭ অক্টোবর , ২০২৪, ১২:৩৮:৫১

145
  • ছবি: ইন্টারনেট

ঢাকা: পিরামিড নিয়ে রহস্যের অন্ত নেই। এখনও অনেকেই এই অদ্ভুত স্থাপত্য নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। উদ্দেশ্য একটাই, কীভাবে তৈরি হয়েছিল পিরামিড তার সঠিক কারণ খুঁজে বার করা। এর আগে এই নিয়ে নানা তত্ত্ব সামনে এসেছে। কেউ কেউ দাবি করেছেন এমনটা মানুষের কাজ হতেই পারে না। তাহলে কী ভিনগ্রহীরা পিরামিড গড়েছিল?

সাম্প্রতিক গবেষণা অবশ্য সেদিকে ইঙ্গিত করছে না। এই গবেষণাটি প্রকাশিত হয়েছে পিএলওএস ওএনই নামের একটি সাময়িকীতে।

গবেষকদের দাবি, সাক্কারায় অবস্থিত স্টেপ পিরামিড তৈরি করতে হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং কাজে লাগিয়েছিলেন মিশরীয়রা। পিরামিডটি আনুমানিক সাড়ে ৪ হাজার বছর আগে তৈরি করা হয়। তখন হয়তো মিশরীয়রা হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিংয়ের নাম জানতেন না। আশপাশের জলাশয় কাজে লাগিয়ে হাইড্রোলিক লিফট তৈরি করেছিলেন তাঁরা। তা ব্যবহার করে পাথরের চাঁই পর পর বসানো হয়েছিল। আসলে পিরামিড তৈরি নিয়ে মূল প্রশ ছিল এটাই, যে এত উঁচুতে পাথরের বড় টুকরো পৌঁছল কীভাবে?

গবেষকদের দাবি, হাইড্রোলিক লিফট ব্যবহার করলে এমনটা করাই যায়। বিশেষজ্ঞরা মনে করছেন, শুধু একটি নয়, একাধিক পিরামিড তৈরি হয়েছিল ওইভাবে। যদিও এই গবেষণাই চূড়ান্ত এমনটা দাবি করতে নারাজ সকলে। কারণ এই যুক্তির পালটা প্রশ্ন উঠতেই পারে। সে ক্ষেত্রে নতুন করে ভাবতে হবে।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন