বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফিচার
  >
বিচিত্র

রাশিয়ায় বর্জ্যের জাদুঘর

নিউজজি ডেস্ক ১৮ মে , ২০২৩, ১০:২৩:১৫

383
  • রাশিয়ায় বর্জ্যের জাদুঘর

ঢাকা: বর্জ্য ব্যবস্থাপনার অভিনব উদ্যোগে সাড়া ফেলেছে রাশিয়ার ইয়ে কাটেরিন বার্গ শহর। সেখানে একটি জাদুঘরকে গড়ে তোলা হয়েছে বর্জ্য সংগ্রহের স্থান হিসেবে। অব্যবহৃত স্মার্টফোন থেকে শুরু করে প্লাস্টিকের বিভিন্ন জিনিস সেখানে রাখতে পারবেন যে কেউ। সেগুলো পরে রিসাইক্লিং করে প্রদর্শনী বা বিক্রি করে কর্তৃপক্ষ।

এটি গতানুগতিক কোনো জাদুঘর নয়। এখানে সংরক্ষণ ও প্রদর্শন করা হচ্ছে অব্যবহৃত নানা জিনিস। তাই, রাশিয়ার ইয়ে/কাটেরিন/বার্গ শহরের জাদুঘরটির নাম দেয়া হয়েছে নন-মিউজিয়াম অব গার্বেজ।

শহরের বাসিন্দারা চাইলে অব্যবহৃত স্মার্টফোন থেকে শুরু করে প্লাস্টিকের যেকোন জিনিস রেখে যেতে পারেন এ জাদুঘরে। আবার অনেকেই সেখানে যান, পুনর্ব্যবহারযোগ্য জিনিস নিতে। কথায় বলে, একজনের বর্জ্য, অন্যজনের সম্পদ।

ইকো-কোচ আলিয়া সাদর্টডিনোভা বলেন, জাদুঘরটি প্রথমত মানুষের জন্য পরিবেশবান্ধব উপায়ে বসবাসের একটি সুযোগ। এটি শুধু, আবর্জনা কমানোই নয়, বর্জ্য উৎপাদন কমানোরও একটি সুযোগ যাতে মানুষের জীবনকে পুরোপুরি সবুজ করা যায়।

জাদুঘরটির অন্যতম আকর্ষণ, কৃমির খামার। খাবার বর্জ্যই তাদের খাওয়ানো হয়। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষই সেখানে গিয়ে, রিসাইক্লিং সম্পর্কেও জানতে পারেন।

৪ বছর আগে প্রথম সবার জন্য উন্মুক্ত হয় জাদুঘরটি। সেসময় সোচি অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের অব্যহৃত পোশাক দিয়ে শুরু হয় এর যাত্রা।

নন-মিউজিয়াম অব গার্বেজ সহ-প্রতিষ্ঠাতা ইলিয়া কাপুস্টিন বলেন, আমি ৫ টন ওজনের পোশাক ও বিভিন্ন ধরনের প্রপস পাই। সেখানে জুতা, ফুলসহ অনেক কিছু ছিল। সেগুলো আমি বিশ্বকে দেখাতে চেয়েছিলাম, কারণ সেগুলো ছিল ধ্বংসের মুখে। আমার উদ্দেশ্য ছিল মানুষকে জানানো যে, এমন অনেক পণ্য আছে যেগুলোকে আবর্জনা মনে হলেও, সেগুলোর আসলে মূল্য রয়েছে।

গত বছর, সংগৃহীত ৭৭০ টন বর্জ্য পুনর্ব্যবহারের জন্য জাদুঘরে পাঠানো হয়। ৫টি জায়গায় এসব বর্জ্য জমা দেয় মানুষ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন