সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১ , ১৩ রজব ১৪৪৬

ফিচার
  >
বিচিত্র

বিড়ালকে আশ্রয়কেন্দ্রে পাঠানোয় বরকে ডিভোর্স

নিউজজি ডেস্ক ১৮ এপ্রিল , ২০২৩, ০০:৩০:৫৮

421
  • বিড়ালকে আশ্রয়কেন্দ্রে পাঠানোয় বরকে ডিভোর্স

ঢাকা: পোষা প্রাণীদের প্রতি সবারই অন্যরকম এক টান থাকে। আর পোষা প্রাণীদের মধ্যে বিড়াল হলো সবচেয়ে বন্ধুসুলভ। যে কারণে এই আদুরে প্রাণীর সঙ্গে দ্রুত এবং দৃঢ় বন্ধন তৈরি হয়ে যায় মালিকের। আর এমন পোষা প্রাণীর জন্য নিজের বরকেও ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এক নারী। খবর দ্য মিরর।

বাবা মারা যাওয়ার পর ‘বেনজি’ নামে একটি বিড়াল দত্তক নিয়েছিলেন এক নারী। তিনি বিশ্বাস করতেন পুনর্জন্ম লাভ করে তার বাবা বেনজির রূপে ফিরে এসেছেন তার কাছে। যে কারণে বেনজি ছিল তার খুব কাছের।

বিয়ের পর যথারীতি স্বামীর ঘরেই নিয়ে আসেন বেনজিকে। কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। ছুটিতে মা, বোনকে নিয়ে ঘুরতে যান ওই নারী। আর বেনজির দায়িত্বে রেখে যান স্বামীকে।

বাড়ি ফিরে এসে তিনি জানতে পারলেন স্বামী তার বেনজিকে আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিয়েছেন। এতেই ক্ষুব্ধ হয়ে স্বামীর বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেন তিনি।

ওই নারী নিজের পরিচয় না দিয়েই রেডিটে লিখেছেন, ‘খুব ছোট অবস্থায় আমি বিড়ালটিকে উদ্ধার করি। তখন সে এমন ছিল যে আমার হাতের মুঠোয়ই চলে আসত। দুই বছর ধরে সে আমার সঙ্গে আছে। এটা কারও কারও কাছে পাগলামি মনে হতে পারে, কিন্তু আমি সত্যিই বিশ্বাস করি বেনজি আমার বাবার পুনর্জন্ম। আমি যখন তার চোখের দিকে তাকাই, তখন বিড়ালের চেয়ে বেশি কিছু অনুভব করি তার চোখে। তবে আমার স্বামী মনে করেন এটা অদ্ভুত এবং অসুস্থতার লক্ষণ। তিনি (স্বামী) বলেন, বিড়ালের সঙ্গে আমার এ বন্ধনকে তিনি ভয় পান। বিড়ালটিকে বাবার পুনর্জন্ম ভেবে নেওয়ার বিষয়টি তার জন্য অস্বস্তিকর। ’

ওই নারী জানান, তিনি তার মা ও বোনের সঙ্গে ছুটিতে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে আসার পরই জানতে পারলেন তার বিড়ালটিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার স্বামীকে জিজ্ঞেস করলে জানান, বিড়ালটি তার এক সহকর্মীর কাছে দত্তক দিয়েছেন।

ওই নারী তখন তার স্বামীর সহকর্মীকে বলেন বিড়ালটিকে ফেরত দিতে। কিন্তু তিনি বিড়ালটি ফেরত দিতে অস্বীকার করেন।

এদিকে বিড়ালটির কথা ভেবে অস্থির হয়ে ওঠেন ওই নারী। তাই বিড়ালটি ফিরে পেতে তিনি পুলিশে রিপোর্ট দায়ের করেন। ঘটনা চরমে পৌঁছালে তার স্বামী জানান, তিনি  বিড়ালটিকে তার সহকর্মীর কাছে নয় বরং পাশের একটি আশ্রয়কেন্দ্রে রেখে এসেছেন। আর সত্যিটা জানার পরপরই ওই নারী ছুটে যান সেই আশ্রয়কেন্দ্রে।

তিনি বলেন, বেনজিকে ফিরে পেতে আমি আমার কাছে থাকা সব ডকুমেন্টও সঙ্গে নিয়েছিলাম। তা যাচাইবাছাই করেই আশ্রয়কেন্দ্র বেনজিকে ফিরিয়ে দেয়। পরে বেনজিকে নিয়ে আমি সোজা নিজের বোনের বাসায় চলে যাই। আপাতত কিছুদিনের জন্য সেখানেই থাকব।

নিজের পোষা বিড়ালের প্রতি এমন আচরণে ক্ষুব্ধ হয়ে স্বামীকে ডিভোর্স দিতে চলেছেন ওই নারী।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন