বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার
  >
বিচিত্র

শুধু বিস্কুট খেয়ে বেঁচে আছেন তিনি

নিউজজি ডেস্ক ২২ নভেম্বর , ২০২২, ১০:০৪:০১

476
  • শুধু বিস্কুট খেয়ে বেঁচে আছেন তিনি

ঢাকা: বিরলতম অসুখে আক্রান্ত ব্রিটেনের তালিয়া সিনোট। অসুখের নাম গ্যাস্ট্রোপেরেসিস। বিশেষ এক ভাইরাস থেকেই এই রোগের সূত্রপাত, যার জন্য তালিয়াকে এখন প্রতিদিন নিজের হজম-পদ্ধতির সাথে লড়াই করতে হচ্ছে। এই  ভাইরাস তাঁর সমগ্র হজম-পদ্ধতি নষ্ট করে দিয়েছে। তারপর বহু চিকিৎসার পরেও সুফল মেলেনি। 

২৫ বছর বয়সী এই তরুণী কিছু খেতে গেলেই বমি হয়ে সব খাবার বেরিয়ে যায়।  একমাত্র ডায়জেস্টিভ বিস্কুট ছাড়া সে আর অন্য কিছুই হজম করতে পারে না।  প্রতিদিন অন্তত ১০ বার অন্য কিছু খাবার চেষ্টা করে তালিয়া। কিন্তু খেতে গেলেই পেতে শুরু হয় অসহ্য ব্যাথা। তার পরিবার একটি গ্যাস্ট্রিক পেসমেকারের জন্য ৮০ হাজার পাউন্ড সংগ্রহ করার চেষ্টা করছে, যা তাকে খাবার হজম করাতে সাহায্য করবে ।

তাঁর বাবা পিটার সিন্নট মেয়েকে লন্ডনের বড়-বড় চিকিৎসকের কাছে নিয়ে গিয়েছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। কেবল বিস্কুটের ওপর এখন তাঁর মেয়ে বেঁচে আছে। এমনকি সারাদিনে সে একটু একটু করে পানি খেতে পারে।  ''মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় তালিয়ার পরিবার।চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন গ্যাসট্রিক পেসমেকার না বসলে সারাজীবন কেবল বিস্কুট খেয়েই জীবন কাটাতে হবে এই তরুণীকে।

চিকিৎসকদের মতে, এটি বিরলতম অসুখ। শেষমেশ লন্ডনের এক বিশিষ্ট চিকিৎসক জানান, এই রোগের নাম ‘গ্যাসট্রোপ্যরেসিস’। পিটার সিন্নট বলেন, “গ্যাসট্রোপ্যরেসিসের সমস্যা কখনও নিরাময় হয় না। তবে এই রোগের বিশেষ চিকিৎসা রয়েছে।” সেই চিকিৎসা খরচসাপেক্ষ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন