শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

ফিচার

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০২২, ১২:৫৩:৩৪

221
  • অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের এই দিনে করোনা আক্রান্ত হয়ে ৭১ বছর বয়সে তিনি মারা যান। তিনি দেশের ইতিহাসে সর্বোচ্চ টানা ১১ বছর অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান পদে কর্মরত ছিলেন। 

মাহবুবে আলম ১৯৪৯ সালের ১ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের লৌহজংয়ের মৌছামান্দ্রা গ্রামে জন্মগ্রহণ করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি কর্মজীবনে সংবিধান-সংক্রান্ত বিভিন্ন মামলার পাশাপাশি যুদ্ধাপরাধীদের বিচার এবং জাতীয় গুরুত্বপূর্ণ বহু মামলায় আইনি বিষয়ে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি তার নিজ এলাকা লৌহজং ও টঙ্গিবাড়ী উপজেলায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ মুক্তিযুদ্ধবিষয়ক বই বিতরণ, শিক্ষার্থীদের মধ্যে জাতীয় সংগীত ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতার আয়োজন, দরিদ্র জটিল রোগীদের আর্থিকভাবে সহায়তা প্রদান, মসজিদ-মাদ্রাসা ও মন্দিরে অনুদান প্রদানসহ নানা কর্মসূচি পালন করেন।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে সকালে রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়ার আয়োজন করা হবে। এর আগে পরিবারের পক্ষ থেকে লৌহজং ও টঙ্গিবাড়ী এলাকায় ২০ জন দুস্থ মানুষের মধ্যে সেলাই মেশিন এবং অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ ছাড়াও আগামী শুক্রবার লৌহজং উপজেলার মৌছামান্দ্রায় গ্রামের বাড়িতে পারিবারিকভাবে কোরআনখানি, দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। একই দিন মাহবুবে আলম স্মরণে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনও নানা কর্মসূচি হাতে নিয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন