নিউজজি ডেস্ক জানুয়ারী ১৭, ২০২২, ১৫:৩৮:৪৯
পাখির রাজ্যে বসে কফি পান !
ঢাকা : পাখির রাজ্যে বসে কফি খাওয়ার দারুন অভিজ্ঞতা। নানান রঙের বাহারি পাখি উড়ছে, চাইলে আপনি ছুঁয়েও দেখতে পারেন। পর্যটকদের জন্য এমন সুযোগ করে দিয়েছে থাইল্যান্ড। পাখিপ্রেমীদের জন্য ব্যাংককে গড়ে উঠেছে এমন একটি ক্যাফে। ‘হ্যাপি বার্ডস ডে’ নামের ঐ ক্যাফেতে প্রবেশ করতে গুণতে হবে ১০ মার্কিন ডলার।
চারপাশে উড়ছে নানা জাতের, হরেক রঙের পাখি। চাইলে ধরা যাবে, ছোঁয়াও যাবে পাখিগুলোকে। এ যেন পাখির রাজ্য। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে পাখিপ্রেমীদের জন্য গড়ে উঠেছে এমন ব্যতিক্রমী এক ক্যাফে। যার নাম ‘হ্যাপি বার্ডস ডে’।
এখানে প্যারাকিট, কনুর, নাইটিঙ্গেল, কাকাতুয়াসহ রয়েছে ১১০ প্রজাতির পাখি। আরো রয়েছে হাঁস ও মুরগি। মূলত ক্যাফেতে খেতে আসা ভোক্তাদের সাথে পাখির সখ্যতা গড়ে তুলতেই এমন উদ্যোগ।
পাখির এমন রাজ্যের প্রবেশ মূল্য নির্ধারন করা হয়েছে ১০ মার্কিন ডলার। তবে, একবার প্রবেশ করলে যতক্ষণ খুশি থাকা যাবে ক্যাফেতে। পাখিগুলোর বন্ধুসুলভ আচরণ মুগ্ধ করেছে দর্শনার্থীদের। এই ক্যাফে তৈরির পরিকল্পনা ও প্রস্তুতিতে মালিকের সময় লেগেছে তিন বছর।
Chief Editor: Khademul Jahan |
Address : 82/2, New Elephant Road, Dhaka: 1205 |
Phone: +880 29614681 |
email: info@newsg24.com
Newsg24.com | A G-Series Company.