শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

ফিচার

আজ ২৮ জুলাই : ইতিহাসের পাতা থেকে

নিউজজি ডেস্ক জুলাই ২৮, ২০২১, ০২:৪১:২৮

629
  • ছবি: নিউজজি২৪

ঢাকা : পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণিজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে। আবার বহু ঘটনাই রয়েছে ফেলে আসা সময়ের পথে। যেসব ঘটনা এনেছিল প্রশান্তি কিংবা রচনা করেছে অনাকাঙ্ক্ষিত দুঃস্বপ্নে নীলকাব্য। যা ঘটেছিল ইতিহাসের এই দিনেই। আসুন জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ ঘটে যাওয়া ঘটনা-

ইতিহাস

১৮২১ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার দেশ পেরু স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।

১৮৭৮ সালের এই দিনে রাশিয়া, জার্মানী, ফ্রান্স, বৃটেন ও অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১৩ সালের এই দিনে বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠিত।

১৯১৪ সালের এই দিনে প্রথম বিশ্ব যুদ্ধের প্রাক্কালে অষ্ট্রিয়ার সম্রাট সার্বিয়ায় তার পুত্রকে হত্যার ঘটনাকে কেন্দ্রকে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছিলেন।

১৯৫০ সালের এই দিনে তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।

১৯৬৩ সালের এই দিনে জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হলেন।

১৯৬৭ সালের এই দিনে পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।

১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।

১৯৭৬ সালের এই দিনে চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লক্ষ লোকের প্রাণহানি।

১৯৮৮ সালের এই দিনে চীনে প্রচ- ঢলে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।

জন্ম 

১৮০৪ সালের এই দিনে জার্মান দার্শনিক ফয়ের বাখের জন্ম।

১৮৭৪ সালের এই দিনে শিক্ষাব্রতী ও চিকিত্সক ডা. বিমলচন্দ্র ঘোষের জন্ম।

১৮৮৭ সালের এই দিনে ফরাসি পরাবাস্তববাদী চিত্রশিল্পী মার্সেল দুঁশার জন্ম।

১৯০১ সালের এই দিনে কমরেড মনি সিং এর জন্ম।

১৯০৪ সালের এই দিনে নোবেলজয়ী সোভিয়েত পদার্থবিদ পাভেল আ. চেরেনকভের জন্ম।

১৯৩০ সালের এই দিনে প্রখ্যাত নুজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগমের জন্ম।

১৯৮১ সালের এই দিনে ইংরেজ ফুটবলার মাইকেল ক্যারিক জন্মগ্রহন করেন ।

মৃত্যু

১৭৫০ সালের এই দিনে জার্মানীর বিখ্যাত সঙ্গীতজ্ঞ ইউহান সাবাসতিয়ান বাচ ৬৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৮৯৮ সালের এই দিনে জার্মান নেতা বিসমার্কের মৃত্যু।

১৯৩০ সালের এই দিনে নোবেলজয়ী সুইডিস চক্ষুরোগ বিশেষজ্ঞ আল্লভার গুল্লস্ট্রান্ড্রের মৃত্যু।

১৯৬০ সালের এই দিনে খ্যাতনামা বৃটিশ লেখক ইথেল লিলিয়ান ভিনিচ মৃত্যৃবরণ করেন।

১৯৭২ সালের এই দিনে নকশাল আন্দোলনের নেতা চারু মজুমদারের মৃত্যু।

১৯৮০ সালের এই দিনে মোহাম্মদ রেজা শাহ পাহলভি মৃত্যুবরণ করেন।

১৯৯২ সালের এই দিনে ভারতের প্রখ্যাত অভিনেতা আমজাদ খানের মৃত্যু।

২০০১ সালের এই দিনে আহমদ ছফার মৃত্যু।

২০০৪ সালের এই দিনে ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক মৃত্যুবরণ করেন ।

২০১০ সালের এই দিনে রাজনীতিক মান্নান ভূইয়ার মৃত্যু।

ইতিহাস

১৮২১ সালের এই দিনে দক্ষিণ আমেরিকার দেশ পেরু স্পেনের উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে এবং এ দিনটিকে তারা জাতীয় দিবস হিসাবে পালন করে।

১৮৭৮ সালের এই দিনে রাশিয়া, জার্মানী, ফ্রান্স, বৃটেন ও অষ্ট্রিয়ার মধ্যে ঐতিহাসিক বার্লিন চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯১৩ সালের এই দিনে বঙ্গীয় কৃষক লীগ প্রতিষ্ঠিত।

১৯১৪ সালের এই দিনে প্রথম বিশ্ব যুদ্ধের প্রাক্কালে অষ্ট্রিয়ার সম্রাট সার্বিয়ায় তার পুত্রকে হত্যার ঘটনাকে কেন্দ্রকে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছিলেন।

১৯৫০ সালের এই দিনে তাইওয়ানকে সাহায্য করার ঘোষণা দেন প্রেসিডেন্ট ট্রুম্যান।

১৯৬৩ সালের এই দিনে জেনারেল আমিন আল হাফিজ সিরিয়ার প্রেসিডেন্ট হলেন।

১৯৬৭ সালের এই দিনে পূর্ব চীনের তাঙ্ক শান শহরে সাত দশমিক নয় মাত্রার ভয়াবহ ভুমিকম্প হয়েছিল।

১৯৭৪ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিঙ্নের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়।

১৯৭৬ সালের এই দিনে চীনের টাংশানে ভয়াবহ ভূমিকম্পে আট লক্ষ লোকের প্রাণহানি।

১৯৮৮ সালের এই দিনে চীনে প্রচ- ঢলে টক্কর খেয়ে একশো জাহাজডুবি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন