মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার

অজয় রায়ের মৃত্যুবার্ষিকী আজ

নিউজজি ডেস্ক অক্টোবর ১৭, ২০২৫, ১৩:২৩:৩৪

145
  • অজয় রায়ের মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা: সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়ের মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০১৬ সালের ১৭ অক্টোবর ভোর ৫টায় মৃত্যুবরণ করেন।

অজয় রায় ১৯২৮ সালে ৩০ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। জীবনের বেশিরভাগ সময় রাজনৈতিক কারণে কারাগারে কাটিয়েছেন। ছিলেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলি সদস্য। ১৯৯২ এ মতপার্থক্যের কারণে কমিউনিস্ট পার্টি থেকে সদস্যপদ ত্যাগ করেন। এরপর তিনি সন্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত কাজ করে গেছেন।

অজয় রায় তার পুরো জীবনে কখনো সমাজ নির্মাণের কাজ থেকে বিচ্যুত হননি। আর সে জন্য রাজনীতিতে সক্রিয় থেকেছেন। একসময় দলীয় রাজনীতি ছেড়ে দিলেও তিনি লড়াই থামাননি। বরং অজয় রায় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে গেছেন আজীবন।

নিউজজি/নাসি  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন