বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ , ১৮ শাওয়াল ১৪৪৬

ফিচার

সাংবাদিক ওয়াহিদুল হকের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক মার্চ ১৬, ২০২৫, ১৩:৩৯:১৯

67
  • সংগৃহীত

ঢাকা: বিশিষ্ট সংগঠক, সাংবাদিক, রবীন্দ্রসংগীত বিশেষজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদস্য ওয়াহিদুল হকের জন্মদিন আজ। ১৯৩৩ সালের এই দিনে ঢাকার কেরানীগঞ্জের তারানগরের ভাওয়াল মনোহরীয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম আবুল ফারাহ মোহাম্মদ ওয়াহিদুল হক।

ক্ষণজন্মা এই ব্যক্তিত্ব তার সারাজীবনের কর্মের মধ্য দিয়ে বাঙালি হয়ে মাথা উঁচু করে বাঁচার জন্য আজীবন মানুষ গড়েছেন, সংঘবদ্ধ করেছেন, পথ দেখিয়েছেন। সাংবাদিকতার সঙ্গে যুক্ত থাকলেও তার সবচেয়ে বড় অবদান সংস্কৃতির ক্ষেত্রে। ষাটের দশকের গোড়ায় ছায়ানট আন্দোলন ও একে স্থায়ী প্রতিষ্ঠানে রূপদানকারী ব্যক্তিদের মধ্যে অন্যতম ওয়াহিদুল হক।

২০০৭ সালের ২৭ জানুয়ারি মারা যান বাংলা সংস্কৃতির মহান এই সংগঠক। ওয়াহিদুল হককে তার কাজের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর একুশে পদক (২০০৮) ও স্বাধীনতা পুরস্কার (২০১০) দেওয়া হয়েছে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন