মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

ফিচার

জোনাথনের ১৯২তম জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ডিসেম্বর ৩, ২০২৪, ১৪:২৯:৫৮

100
  • সংগৃহীত

ঢাকা: জোনাথনের কথা মনে আছে আপনাদের? জোনাথন হচ্ছে বিশ্বের সবচেয়ে বরস্ক কচ্ছপ। ১৮৩২ সালে ভারত মহাসাগরের ছোট্ট দ্বীপ স্যেচেলেসে তার জন্ম। জন্মের প্রায় অর্ধশতাব্দী পর সেন্ট হেলেনা দ্বীপে যায় প্রাণিটি। ১৮৮২ সাল থেকে দক্ষিণ আটলান্টিকের এই দ্বীপে বসবাস করে আসছে বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রাণিটি।

সেই সময় সেন্ট হেলেনা দ্বীপ ছিল ব্রিটিশদের উপনিবেশ। সেন্ট হেলেনা দ্বীপের অবস্থান দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। বর্তমানে সেন্ট হেলেনার গভর্নরের সরকারি বাসভবনের প্ল্যান্টেশন হাউসে অবসর জীবনযাপন করছে জোনাথন। সম্প্রতি ওই দ্বীপবাসী বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক কচ্ছপটির (জোনাথন) ১৯২তম জন্মদিন পালন করছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, জোনাথন বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবন্ত স্থলচর প্রাণি। ২০১৭ সালে সে এ স্বীকৃতি পায়। সূত্র: সিএনএন জোনাথন-এর দেখভালের দায়িত্বে থাকা পশুচিকিৎসক জো হলিন্স জানান, সে গাজর, লেটুস, শসা, আপেল ও নাশপাতি খেতে পছন্দ করে। তিনি তাকে নিয়মিত খেতে দেন। জো হলিন্সের কণ্ঠ শুনে জোনাথন সাড়া দেয় বলেও জানান তিনি।

তবে বয়সের কারণে কারণে জোনাথনের ঘ্রাণশক্তি ও দৃষ্টিশক্তি কমছে। সেন্ট হেলেনা কর্তৃপক্ষ জানায়, বয়স বাড়লেও এখনো সঙ্গ পছন্দ করে কচ্ছপটি। ডেভিড, এমা ও ফ্রেড নামে তিন সঙ্গিনীর সঙ্গে সময় কাটায় জোনাথন। জোনাথন—প্রসঙ্গত, জোনাথন- এর আগে বিশ্বের সবচেয়ে বেশি বয়েসি কচ্ছপের নাম ছিল ‘তুই মালিলা’। ১৯৬৫ সালে ১৮৮ বছর বয়সে এটি মারা যায়।

নিউজজি/পি.এম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন