মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

ফিচার

সোনারিকার জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ডিসেম্বর ৩, ২০২৪, ১৪:২২:১১

74
  • সংগৃহীত

ভারতের দক্ষিণী সিনেমার পরিচিত মুখ সোনারিকা ভাদোরিয়া। ২০১১ সালে আত্মপ্রকাশ করে তিনি নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন। সুদর্শনা এই অভিনেত্রীর জন্মদিন আজ। শুভ জন্মদিন সোনারিকা ভাদোরিয়া। ১৯৯২ সালের ৩ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন সোনারিকা। যশধাম হাই স্কুল ও ডি. জি. রুপারেল কলেজ থেকে পড়াশোনা করেছেন তিনি।

সোনারিকার অভিনয় জীবন শুরু হয় ২০১১ সালে টিভি সিরিয়াল ‘তুম দেনা সাথ মেরা’ দিয়ে। এরপর তিনি ‘দেবো কে দেব…মহাদেব’ দিয়ে জনপ্রিয়তা লাভ করেন। পরবর্তীতে সোনারিকা অভিনয় করেছেন ‘পৃথিবী ভল্লব ইতিহাস ভি, রহস্য ভি’, ‘দাস্তান ই মোহাব্বত সালিম আনারকলি’ ও ‘ইশক মে মারজাওয়া’ সিরিয়ালগুলোতে।

২০১৫ সালে শুরু হয় সোনারিকার সিনে ক্যারিয়ার। তার অভিনীত প্রথম সিনেমার নাম ‘জাদুগাদু’। এরপর তিনি ‘স্পিডুনুডু’, ‘এদো রাকাম আদো রাকাম’ দুটি তেলেগু সিনেমায় কাজ করেছেন। ২০১৬ সালে তিনি ‘সাসে’ নামের একটি হিন্দি সিনেমায় অভিনয় করেন। ২০১৭ সালে ‘ইন্দ্রজিৎ’ সিনেমা দিয়ে তামিল ইন্ডাস্ট্রিতে তার অভিষেক হয়। ২০১৮ সালে টাইমস অব ইন্ডিয়ার সবচেয়ে চাহিদাসম্পন্ন ২০ জন নারীর তালিকায় জায়গা করে নেন সোনারিকা ভাদোরিয়া।

নিউজজি/পি.এম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন