বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফিচার

আজ ওস্তাদ শাহাদাত হোসেন খানের মৃত্যুবার্ষিকী

নিউজজি প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৩, ১২:২০:০৬

130
  • আজ ওস্তাদ শাহাদাত হোসেন খানের মৃত্যুবার্ষিকী

একুশে পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বরেণ্য সরোদ শিল্পী ওস্তাদ শাহাদাৎ হোসেন খানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২০ সালের ২৯ নভেম্বর রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে মারা যান তিনি।

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বরেণ্য এই সরোদ শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। স্ত্রী, দুই কন্যাসহ অসংখ্যক শিক্ষার্থী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন তিনি।

ওস্তাদ শাহাদাৎ হোসেন খান ছিলেন উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাতি। ১৯৫৮ সালের ৬ জুলাই কুমিল্লা জেলার এক সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা ওস্তাদ আবেদ হোসেন খান একজন প্রখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ও সেতার বাদক। তার দুই চাচা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ বাহাদুর হোসেন খান এবং সঙ্গীত গবেষক ও লেখক মোবারক হোসেন খান।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন