মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ , ১১ রবিউল আউয়াল ১৪৪৫

ফিচার

গ্রিক কবি জর্জ সেফেরিসের প্রয়াণ দিবস আজ

নিউজজি ডেস্ক সেপ্টেম্বর ২০, ২০২৩, ০০:৫৬:৫১

75
  • গ্রিক কবি জর্জ সেফেরিসের প্রয়াণ দিবস আজ

ঢাকা: বিশ শতকের গুরুত্বপূর্ণ গ্রিক কবি জর্জ সেফেরিসের প্রয়াণ দিবস আজ। তিনি ১৯৭১ সালের ২০ সেপ্টেম্বর মারা যান। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় অসংখ্য মানুষের সমাগম হয়, যা স্বৈরশাসক পাপাদোপাউলোসের বিরুদ্ধে প্রতিবাদে রূপ নেয়।

বিশ শতকের গুরুত্বপূর্ণ গ্রিক কবি জর্জ সেফেরিসের জন্ম  ১৯০০ সালের ২৯ ফেব্রুয়ারি গ্রিকের আরলা প্রদেশে, যা বর্তমান তুর্কির অন্তর্গত। তার বাবা স্তেলিয়োস ছিলেন আইনবিদ, অনুবাদক ও এথেন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং মা দেসপো সেফেরিয়াদিস। বাবার গুণাবলি তার ওপর বিশেষ প্রভাব ফেলেছিল। 

১৯১৪ সালে তিনি তার পরিবারের সঙ্গে স্মিরনা থেকে এথেন্সে চলে আসেন এবং এখানেই  মাধ্যমিক স্তরের পড়ালেখার পাঠ সমাপ্ত করেন। পরে ১৯১৮-২৪ সাল পর্যন্ত উচ্চ শিক্ষার্থে তিনি প্যারিসে অবস্থান করেন এবং আইনে ডিগ্রি নেন। ১৯২৬ সালে তিনি তার পেশাগত জীবন শুরু করেন গ্রিক পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের চাকরিতে যোগদানের মধ্য দিয়ে।

পৃথিবীর নানা দেশে তিনি তার কূটনৈতিক দায়িত্ব পালন করেন। চাকরির সমান্তরালে তিনি তার সাহিত্যচর্চা চালিয়ে যান। ১৯৫৩ সালে তিনি সাইপ্রাসে যান এবং স্বদেশের প্রতি তার টান গভীরভাবে অনুভব করেন আর ছেলেবেলার স্মৃতিতে বুঁদ হন। এসব অভিজ্ঞতা তার কবিতাগ্রন্থ ‘Imerologio Katastromatos’-তে ধরা আছে। ১৯৫৭-৬২ পর্যন্ত তিনি ছিলেন গ্রেট ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে। ১৯৬২ সালে তিনি ফয়েল পুরস্কার লাভ করেন এবং এ বছরই কূটনৈতিক চাকরি থেকে অবসরগ্রহণ করেন। অবসরের পর তিনি এথেন্সে বসবাস করতে থাকেন।

১৯৬৩ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান তার গীতময় সাহিত্য রচনার জন্য, যা গ্রিসের সংস্কৃতি দ্বারা অনুপ্রাণিত। তিনিই প্রথম গ্রিক কবি, যিনি এ পুরস্কার লাভ করেন। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন