বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

চলে গেলেন ‘অবসকিওর’ ব্যান্ডের প্রিন্স

নিউজজি ডেস্ক ১২ জানুয়ারি , ২০২০, ১৮:২৮:৪৪

3K
  • চলে গেলেন ‘অবসকিওর’ ব্যান্ডের প্রিন্স

ঢাকা: দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘অবসকিওর’-এর বেইজ গিটারিস্ট ক্রিস্টোফার গোমেজ প্রিন্স আর নেই। রবিবার (১১ জানুয়ারি) সকাল ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন অবসকিওর ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল সাইদ হাসান টিপু।

রবিবার বিকালে টিপু জানান, সকালেও ফোনে প্রিন্সের সঙ্গে কথা হয়েছে, কিন্তু একবারের জন্যও শরীর খারাপ এ কথাটি বলেনি। তিনি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। প্রতিদিনের মতো আজকেও অফিসে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় নিজেই স্কুটার নিয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের দিকে রওনা হয়েছিলেন। পথিমধ্যেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয় তার।

টিপু জানান, আগে থেকেই প্রিন্সের হার্টে ব্লক ছিলো। কিন্তু এগুলো কাউকেই কিছু জানায়নি বা বুঝতেও দেয়নি। এভাবেই চলছিলো। কিন্তু শেষ রক্ষা আর হলো না।

সোমবার সকাল দশটায় তেজগাঁও চার্চে তার শেষকৃত্যানুষ্ঠান শেষে পাশের কবরস্থানেই দাফন হবে বলে জানান টিপু।

২০১৮ সালে বেইজ গিটারিস্ট হিসেবে ‘অবসকিওর’ ব্যান্ডে যোগ দেন প্রিন্স। মৃত্যুকালে মা, স্ত্রী এবং দুই কন্যাসহ অসংখ্য ভক্ত রেখে গেলেন তিনি। প্রিন্সের ছোট কন্যাটির বয়স মাত্র এক বছর।

 

 

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন