শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

‘এই শো’তে আর্টসেল এমন কিছু করবে যা আগে কখনো করেনি’

নিউজজি ডেস্ক ২৩ ডিসেম্বর , ২০১৯, ১৫:৩০:৩০

6K
  • ‘এই শো’তে আর্টসেল এমন কিছু করবে যা আগে কখনো করেনি’

মেইনস্ট্রিম ব্যান্ডপ্রেমীদের কাছে আর্টসেল সবসময় বিশেষ কিছু। ৯৯’সালে যাত্রা শুরু হয় ‘আর্টসেল’ ব্যান্ডের। সেই থেকে যাত্রা শুরু এখন পর্যন্ত দর্শক মাতিয়ে আসছে ব্যান্ডটি। পথচলা, ধূসর সময়, অনিকেত প্রান্তর, ভুল জন্ম, অন্য সময়’র মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের মনে একটি শক্ত অবস্থান নিয়ে রেখেছে এই ব্যান্ড।

সম্প্রতি ব্যান্ডটি তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে এক কনসার্ট করার ঘোষণা দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ডিসেম্বর এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’ শিরোনামে একটি কনসার্ট।

আর্টসেল ও এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’ আয়োজনের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। ইতিমধ্যে কনসার্টের আয়োজন প্রায় শেষ পর্যায় চলে এসেছে। কনসার্টের টিকেট মূল্য রাখা হয়েছে ৫০০টাকা।

২০ বছর পূর্তি উপলক্ষে কনসার্টকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছে লিঙ্কন, সেজান, ফয়সাল, সাজুরা। নিয়মিত ‘ফাঙ্কাডেলিক’ প্র্যাকটিস প্যাডে করছেন প্র্যাকটিস। সম্প্রতি নিউজজি২৪ গিয়েছিলো আর্টসেলের সঙ্গে আড্ডা দিতে। গল্প, মজায় উঠে আসে কনসার্ট নিয়ে নতুন তথ্য-

নিউজজি- ২০ বছরে পূর্তি কনসার্ট নিয়ে আর্টসেলের প্রিপারেশন কেমন?

লিঙ্কন- এই কনসার্টের আয়োজন নিয়ে আমরা অনেক দিন ধরে কাজ করে যাচ্ছি। প্রিপারেশন কেমন এটা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে। কিন্তু শুধ এটা বলতে পারি আমরা চেষ্টা করে যাচ্ছি। ব্যান্ড কমিউনিটির আরো অনেক ব্যান্ড মিলে আমরা সবাই ‘টুয়েন্টি ইয়ার্স অফ আর্টসেলিজম’ উদযাপন করবো।

নিউজজি- ২০ বছর উপলক্ষে কনসার্টের প্ল্যান কার মাথা থেকে প্রথম আসে?

সেজান-আসলে আর্টসেলের ১০ বছরের সময় আমরা একটা কনসার্ট করি। এবার দুই দশকের একটা মাইলস্টোন পার করেছে আর্টসেল। আমার আর সাজু’র ইচ্ছা ছিলো এ উপলক্ষে দেশে আসার। এর মাঝে ফয়সাল ভাই ব্যান্ডে জয়েন করে। তাই আমাদের প্ল্যান ছিলো ফয়সাল ভাইকে নিয়ে বড় পরিসরে একটি শো করা। সেখান থেকে এই বড় শো’র পরিকল্পনা। থ্যাঙ্কস টু এশিয়াটিক। তারাই পুরো কনসার্ট অর্গানাইজ করছে।

ফয়সাল-ফ্যানদের কাছ থেকেও অনেক রিকুয়েস্ট এসেছে আর্টসেলের ২০ বছরের কনসার্টের জন্য। ফ্যানরা যেভাবে ট্রিবিউট দেয় আর্টসেলের গান আমাদের সত্যি আনন্দ দেয়।

নিউজজি- ফয়সাল ভাই; আর্টসেলের সঙ্গে আপনার জার্নিটা কেমন যাচ্ছে?

ফয়সাল- ওভারওয়েলমিং। আর্টসেলে জয়েন করার পর থেকেই ফ্যানদের সাপোর্ট পেয়েছি। ‘অভয়’ গান রিলিজের পর সেই সাপোর্ট আরো বেড়ে গেছে। খুব ভালো লাগে। আর ওয়েন ইউ হ্যাভ ব্যান্ড মেম্বার লাইক লিঙ্কন, সাজু, সেজান দেন ইউ হ্যাভ টু গিভ ইউর বেস্ট।

সেজান- ফয়সাল ভাইয়ের বেস্ট পার্ট হলো ফয়সাল ভাই কখনো না বলে না। আমরা ২০ বছর পূর্তির জন্য যে কয়েকটা গান করবো উনি সুন্দর সব তুলে ফেলেছেন। উই আর লাকি ফয়সাল ভাইকে আমাদের সঙ্গে পেয়ে।

নিউজজি- এই কনসার্ট নিয়ে আর্টসেল কতটুকু নার্ভাস?

লিঙ্কন- আমি সবচেয়ে নার্ভাস এই কনসার্ট নিয়ে। আমার মাথায় বন্দুক। জানি না কতটুকু পারবো। কিন্তু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি।

নিউজজি- নিয়মিত এখন আপনারা প্র্যাকটিস করছেন। কেমন যাচ্ছে প্র্যাকটিস?

লিঙ্কন-আমি সাজুর কাছে অনেক বকা খেয়েছি।

সেজান-আমরাতো প্র্যাকটিস থেকে কখন কী খাওয়াদাওয়া হবে ঐটা নিয়ে বেশি চিন্তা করি (হাহাহাহা)।

নিউজজি-আর্টসেলের ২০ বছর পূর্তিতে আর্টসেলের সঙ্গে আর কোন কোন ব্যান্ড বাজাচ্ছে?

লিঙ্কন- বিশাল লিস্ট। রাফা আসবে, ডি রকস্টার শুভ আসবে।

সেজান- রোমেল ভাই আসবে। সেই সঙ্গে বেশ কয়েকটি ব্যান্ড আর্টসেলের গান কভার করবে। যেমন: নাইভ, ক্রাঞ্চ, মেকানিক্স, পাওয়াসার্জ, উন্মাদ। এছাড়া আমাদের কাছের কিছু ব্যান্ডের মিউজিশিয়ানরাও আমাদের সাথে বাজাবে।

নিউজজি- আপনার কতটুকু আশাবাদী ক্রাউড টিকেট কেটে কনসার্টটি দেখতে আসবে?

সেজান- এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে বেশি টিকেট আর বাকী নেই। আর টিকেট কেটে কনসার্টে আসবে কী-না এই ডিসকাশন খুবই আনফরচুনেন্ট ডিসকাশন। আমরা অন্য কিছু ফ্রী এক্সপেক্ট করি না। শুধু মিউজিক আমরা ফ্রী আশা করি। আমরা যখন গিটার বাজানো শিখছি তখন আমরা সবাই টিকেট কেটে শো দেখতে যেতাম। কিন্তু এখন কেনো যেনো মানুষ মিউজিক ফ্রী আশা করে।

যখন ফেসবুকে আর্টসেল কোনো পোষ্ট দেয় তখন হাজার হাজার লাইক পরে। কিন্তু কনসার্ট দেখতে কেউ পে করে না।

লিঙ্কন- ফেসবুকে লাইক দিলে চলবে না। আমরা চাই সবাই যেনো শো’তে আসে। আমাদের কনসার্টগুলোতে টিকেট থাকা উচিত। টিকেট কেটে কনসার্টে যাওয়ার হেভিট থাকা উচিত সবার।

নিউজজি- কেন মানুষ আর্টসেলের এই কনসার্ট দেখতে যাবে?

ফয়সাল- এই শো’তে আর্টসেল এমন কিছু করবে যা লাস্ট ১০ বছরেও করেনি। দ্যা হোল সিস্টেম উইল বি অ্যান এক্সপেরিয়েন্স।

লিঙ্কন-আমি মনে করি মানুষ যারা আসবেন তারা সবাই আর্টসেলকে ভালোবেসে কনসার্টে যাবে।

সেজান-আর্টসেলের গান আর্টসেলের থেকে শোনার জন্যই সবাই কনসার্ট দেখতে আসবে।

 

 

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন