বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

আর্টসেল তৈরি, আপনারা?

নিউজজি ডেস্ক ২১ ডিসেম্বর , ২০১৯, ১২:৩১:০৯

3K
  • আর্টসেল তৈরি, আপনারা?

মেইনস্ট্রিম ব্যান্ডপ্রেমীদের কাছে আর্টসেল সবসময় বিশেষ কিছু। ৯৯’সালে যাত্রা শুরু হয় ‘আর্টসেল’ ব্যান্ডের। সেই থেকে যাত্রা শুরু এখন পর্যন্ত দর্শক মাতিয়ে আসছে ব্যান্ডটি। পথচলা, ধূসর সময়, অনিকেত প্রান্তর, ভুল জন্ম, অন্য সময়’র মতো গান দিয়ে তরুণ শ্রোতাদের মনে একটি শক্ত অবস্থান নিয়ে রেখেছে এই ব্যান্ড।

সম্প্রতি ব্যান্ডটি তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে এক কনসার্ট করার ঘোষণা দিয়েছে। আগামী ২৪ ডিসেম্বর ডিসেম্বর এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড আয়োজন করতে যাচ্ছে ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’ শিরোনামে একটি কনসার্ট।

আর্টসেল ও এশিয়াটিক এক্সপিরেনশিয়াল মার্কেটিং লিমিটেড ‘টোয়েন্টি ইয়ারস অব আর্টসেলিজম’ আয়োজনের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। ইতিমধ্যে কনসার্টের আয়োজন প্রায় শেষ পর্যায় চলে এসেছে। কনসার্টের টিকেট মূল্য রাখা হয়েছে ৫০০টাকা।

২০ বছর পূর্তি উপলক্ষে কনসার্টকে কেন্দ্র করে ব্যস্ত সময় কাটাচ্ছে লিঙ্কন, সেজান, ফয়সাল, সাজুরা। নিয়মিত ‘ফাঙ্কাডেলিক’ প্র্যাকটিস প্যাডে করছেন প্র্যাকটিস। সম্প্রতি নিউজজি২৪ গিয়েছিলো আর্টসেলের সঙ্গে আড্ডা দিতে। গল্প, মজায় উঠে আসে কনসার্ট নিয়ে নতুন তথ্য।

 

আর্টসেলের সঙ্গে আড্ডাটি দেখুন এখানে-

 

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন