বুধবার, ২২ মার্চ ২০২৩, ৭ চৈত্র ১৪২৯ , ২৯ শাবান ১৪৪৪

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

‘বিগ রক ডে’-তে জেমসের সঙ্গে গাইবে ৭ ব্যান্ড

নিউজজি প্রতিবেদক ১৫ ডিসেম্বর , ২০১৯, ১৭:১৯:২৮

6K
  • ‘বিগ রক ডে’-তে জেমসের সঙ্গে গাইবে ৭ ব্যান্ড

আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিগ রক ডে’। ‘ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেড’ আয়োজনে ২০১৭ সালের পর আগামী ২১ ডিসেম্বর ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের বসুন্ধরা আইসিসিবি এক্সপো জোনে বসছে এবারের ‘বিগ রক ডে ভি.২’।

এবারের আয়োজন জেমসের নগরবাউলের সঙ্গে গাইবে ৭ ব্যান্ড। তারা হলেন ভাইকিংস, নেমেসিস, আরবোভাইরাস, পাওয়ার সার্জ, অ্যাভয়েড রাফা, ট্রেইনরেক ও কনক্লুশন।

২০১৭ সালের মত এবারও আয়োজক প্রতিষ্ঠান ‘ব্লুজ কমিউনিকেশন্স লিমিটেড’ টিকিটের মূল্য রেখেছে ২০০টাকা। টিকিট পাওয়া যাবে তাবাক কফি (গুলশান ১ এবং যমুনা ফিউচার পার্ক), মাদচেফ (উত্তরা, বনাই, মিরপুর, এবং ধানমন্ডি), ডোসা এক্সপ্রেস (বাইলি রোড)।

নিউজজি/এসএফ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন