শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

কাল এরশাদের গিটার আড্ডা

নিউজজি ডেস্ক ১২ নভেম্বর , ২০১৯, ১৯:৪৫:২১

21K
  • কাল এরশাদের গিটার আড্ডা

ক্লাস সেভেন থেকে গিটার বাজানো শুরু করেন এরশাদ জামান। সেই থেকে শুরু; মিউজিক ইন্ডাস্ট্রিতে দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি বাংলাদেশের প্রথম সারির গিটারিস্টদের মধ্যে একজন। আর্টসেলের গিটারিস্ট হিসেবে অসাধারণ কিছু মিউজিক উপহার দিয়েছেন এরশাদ। অসাধারণ গিটার প্লেয়িং দিয়ে অসংখ্য তরুণদের ভক্ত বানিয়েছেন তিনি, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন নবীনদের।

কিছুদিন আগে দেশের প্রথমসারি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ থেকে এরশাদ জামানের প্রথম ইন্সট্রুমেন্টাল মিউজিক ভিডিও ট্র্যাক ‘ফাইট ব্যাক’ রিলিজ করা হয়। প্রকাশের পরপরই বেশ জনপ্রিয়তা পায় ‘ফাইট ব্যাক’। শ্রোতারা খুবই পছন্দ করে ট্র্যাকটি।  মিউজিক ভিডিওটিকেও প্রশংসায় ভাসিয়েছে ব্যান্ডপ্রেমীরা।

অসাধারণ গিটার প্লেয়িংয়ের পাশাপাশি সেটি সবার মাঝে ছড়িয়ে দিতেও পছন্দ করেন এরশাদ।  গিটার বাজানো শিখতে আগ্রহীদের গিটার শেখান তিনি।  ‘গিটার্ট’ নামে একটি ইন্সটিটিউশনও আছে তার।  ‘ফাইট ব্যাক’-এর তুমুল জনপ্রিয়তার কারণে ‘গিটার্ট’ ফোরামের শিক্ষার্থীরা মিলে আয়োজন করেছে একটি লাইভ সেশনের। যেখানে বাংলাদেশের এই জনপ্রিয় গিটারিস্ট এরশাদ জামান তার ইন্সট্রুমেন্টাল ট্র্যাক ‘ফাইট ব্যাক’ বাজিয়ে শোনাবেন। আগামীকাল

রাত ৮টার দিকে যমুনা ফিউচার পার্কের পাশে অবস্থিত ‘ঢাকা ফুডজ’ রেস্টুরেন্ট এই লাইভ গিটার সেশনের আয়োজন করা হয়েছে।এরশাদ জামানের ভক্তদের জন্যও রয়েছে সুবর্ণ সুযোগ তার প্রিয় গিটারিস্টকে কাছ থেকে দেখার এবং গিটার প্লেয়িং উপভোগ করার।

 

এরশাদ জামান-এর ‘ফাইট ব্যাক’-

নিউজজি/এক্স

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন